১৬১ বছরে পা রেখে রবীন্দ্রনাথ হাজির সোশ্যাল মিডিয়ায়!

০৯ মে ২০২২, ০৯:৩৭ PM
রবীন্দ্রনাথ সেজে মীর

রবীন্দ্রনাথ সেজে মীর © সংগৃহীত

সেই লম্বা ঢিলাঢেলা জামা। বুক অবধি ছড়ানো লম্বা দাড়ি-গোঁফ। চুলের মধ্যিখানে সিঁথি। চোখে গোল চশমা। ২৫ বৈশাখ ১৬১ বছরে পা রেখে রবীন্দ্রনাথ ঠাকুর হাজির সোশ্যাল মিডিয়ায়! এটুকু পড়েই ঘাবড়ানোর কিচ্ছু নেই। 

সবটাই হয়েছে মীর আফসার আলির মহিমায়। রসিক সঞ্চালক-অভিনেতা বিশিষ্টদের জন্মদিনে তাদের ছদ্মবেশে হাজির হন। এর আগে তাকে দেখা গিয়েছিল জাদুকর পিসি সরকারের বেশে। এবার তিনি বিশ্বকবি!

শুধুই কবিগুরুর সাজ ধার করেননি মীর। তার লেখা বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’র বিখ্যাত পংক্তি, ‘আজি এ প্রভাতে রবির কর’ও ধার নিয়েছেন! কবিতার কয়েকটি চরণ মীরের কল্যাণে আধুনিক রূপ পেয়েছে। 

সঞ্চালকের রসিকতা, ‘আজি এ দিবসে রবির চড় কেমনে বসিল গালের ‘পর’! কবিতার পংক্তির সঙ্গে সাযুজ্য রেখেই যেন তাঁর চোখ বড় বড় হয়ে উঠেছে।

বাকিটা তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে লিখেছেন, ‘জন্মদিনের কেক কাটিবেন মহান বিশ্বকবি, বিশ্বভারতীরও কাছে নাই রবির এমন ছবি...!’ 

অনুরাগীরা মীরের হাবভাব, সাজ, রসিকতায় মজেছেন। মন্তব্য বক্সে যথারীতি টক-মিষ্টি-ঝাল বক্তব্যের বন্যা। কারওর ধমক, ‘মহা ফাজিল মীর।’ কারওর কপট প্রতিবাদ, ‘রবীন্দ্রনাথ কখনও চোখ বড় করে ভয় দেখাননি!’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের
  • ০৬ জানুয়ারি ২০২৬
এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
  • ০৬ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
  • ০৬ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা…
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘লেখার হাত ভালো’—যেভাবে খুলতে পারে আয়ের পথ
  • ০৬ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে কর্মঘণ্টা বাড়লেও কমেছে ছুটি, ক্ষুব্ধ শিক্ষকরা
  • ০৬ জানুয়ারি ২০২৬