দ্রুত পদক্ষেপ নেব: জায়েদ খান

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৯ PM
জায়েদ খান

জায়েদ খান © সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দিতায় সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান। নতুন এ ঘোষণায় গণমাধ্যমে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপিল বোর্ডের এমন কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকারই নেই, ক্ষমতাও নেই। তারা ৩০ জানুয়ারি থেকেই ডিজলভ। কারণ, ঐ দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে স্বাক্ষর দিয়ে তারা তাদের কাজ শেষ করেছেন। সেই ঘটনার ৫ দিন পর কেন এই সিদ্ধান্ত? কোন ক্ষমতায় এটি হলো?’

আরও পড়ুন: পদ হারালেন জায়েদ খান, সাধারণ সম্পাদক নিপুণ

গত ২৮ জানুয়ারি সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান।

তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পান ১৬৩ ভোট। মাত্র ১৩ ভোটে হেরেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। পরবর্তীতে তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। নানা নাটকীয়তা শেষে বিজয়ীর হাসি হাসছেন নিপুণ।

আরও পড়ুন: সত্যের জয় হয়েছে: কান্নাভেজা কণ্ঠে নিপুণ

জায়েদ খান জানান, এখনই সব শেষ হয়ে যায়নি। দ্রুত সময়ের মধ্যে তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন ও জানাবেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনাসহ একাধিক অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহানুর রহমান সোহান আজ শনিবার বিকেল ৪টায় দুই পক্ষকে ডাকেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর (২০২২-২৪) মেয়াদের এই নির্বাচনে এবার অংশ নেয় দুটি প্যানেল। একটি হচ্ছে মিশা-জায়েদ আর অন্যটি হচ্ছে কাঞ্চন-নিপুণ। শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৫০। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ১০টি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীরা অনিশ্চয়তায়, দ্রুত অধ্যাদেশ দেওয়া উচিত: সেন্ট্র…
  • ১৪ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জে হাসপাতালে আশ্রয় নেওয়া নারীকে ধর্ষণের বিচার দাবিত…
  • ১৪ জানুয়ারি ২০২৬
চবি উপ-উপাচার্যের মেয়েসহ সকল বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি ছ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
কাল থেকে লাগাতার কর্মসূচি আসছে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
কাল বসছে পে-কমিশন, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ আলোচনায় যা থাক…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9