চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুকে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফল দেখুন এখানে
গত শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১২টা ১৫ মিনিটে। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হয়। এই ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
এবার বি ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাস নম্বর আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নির্ধারিত করা হয়।