বৃদ্ধাশ্রমে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন পূর্ণিমা

২৫ মে ২০১৯, ০৪:৫৭ PM

© সংগৃহীত

এবার বৃদ্ধাশ্রমে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানা ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। শুক্রবার জনপ্রিয় এই নায়িকা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১২টায় রাজধানীর উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বিদ্ধাশ্রম’ বেশ কিছুক্ষণ কাটিয়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, ‘গতকাল আমি খুব সাধারণ একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি। এতে ৫০ জন বৃদ্ধ থাকেন। এর মধ্যে কয়েকজনের বয়স একশ’র বেশি। বৃদ্ধদের পাশাপাশি এতে বেশ কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধীও থাকেন। যাদের অধিকাংশকে তুলে আনা হয়েছে রাস্তা থেকে। এদের দেখলে মনটা ভারি হয়ে ওঠে। তাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাটালাম।’

 

পূর্ণিমা জানান, বৃদ্ধাশ্রমে এক বেলা খাবার ও দোয়ার আয়োজন করেন এই অভিনেত্রী। বৃদ্ধদের নিয়ে আশ্রমের পুরো এলাকা ঘুরে বেড়ান তিনি। পূর্ণিমাকে কাছে পেয়ে তারাও আনন্দে মেতে ওঠেন। সমাজের প্রতিষ্ঠিতজনরা যদি বৃদ্ধশ্রমগুলো ঘুরে দেখতেন, তাদেরকে কিছুটা সময় দিতেন ও তাদের পাশে দাঁড়াতেন, তবে এ মানুষগুলোও হয়তো আপনজনদের থেকে দূরে থাকার কষ্ট ভুলে একটু আনন্দ পেতেন।

শনিবার সকালে পূর্ণিমা ফেসবুকে বিদ্ধাশ্রমে কাটানো মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। এরপর তার অনুসারীরা বিভিন্ন মন্তব্য করতে থাকে। 

মুহাম্মদ নিরব লিখেন, ‘আমরা এমন মানুষের আশা করি। কারণ সেলিব্রিটিরা বেশি আত্মঅহংকারী হয়। আর যখন পূর্ণিমার মতো অভিনেত্রীরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তখন গর্ব বোধ করি। কারণ সেলিব্রিটিদের দেখেই তো সাধারণ জনগণ শিখবে এবং অনুপ্রাণিত হবে।

চয়ন কুমার সরকার মন্তব্য করেন, শিল্পী হিসেবে না ব্যক্তি হিসেবেও আপনি আমার অনেক প্রিয় ছিলেন। আপনার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের কাছে আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেল। কয়জনের সময় হয় এই অবহেলিত লোকগুলোর পাশে দাঁড়ানোর, একটু সহযোগিতা করার, শুধু আর্থিকই না মানবিক সহায়তা ওদের মুখে হাঁসি ফুটানোর জন্য যথেষ্ট।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬