জাবি ক্যাম্পাসে যেতে চান অভিনেত্রী সানাই মাহবুব

১৫ এপ্রিল ২০১৯, ১২:৪১ AM
সানাই মাহবুব

সানাই মাহবুব © ফাইল ফটো

ভার্চ্যুয়াল জগতে আলোচিত নাম সানাই মাহবুব। কাজ করেছেন চলচ্চিত্রেও। গানের ভিডিওতে তার উপস্থিতি দেখা গেছে। অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে সম্প্রতি এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। অব্যশই পরে তাকে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনার পর বিনা কারণে বাসা থেকে বের হয়না এই অভিনেত্রী। জানান নিরাপত্তার সমস্যার কথাও। পহেলা বৈশাখেও তিনি বাসার বাহিরে বের হননি। রবিবার রাতে সানাই মাহবুব তার ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। নিচে তার এ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘অধিকাংশ মানুষই আমাকে ফেসবুক পেইজের মেসেঞ্জারে বলছে, মেলায় যাওনি? মঙ্গল শোভাযাত্রায় যাওনি? কিভাবে বলব আমি তাদের, কি পরিমাণ মিস করেছি আমি মেলা আর শোভাযাত্রা!

সানাই মাহবুবের ফেসবুক পেজের স্ট্যাটাস

আমার এতো সিকিউরিটি প্রব্লেম হয় যে বাসার নিচেও একা বের হতে পারি না! অনেক বায়না করেও যেতে পারলাম না শোভাযাত্রায়.. যেতেই দিল না, না মা, না বাবা না সে! সবাই বলল, না তোমার যাওয়া যাবে না? কিন্তু আমি তো সবার সাথে শোভাযাত্রার অংশ হতে চেয়েছিলাম আগের মতোই!

কি আর করার অগ্যতা সেজেগুজে প্রতিদিনের মতোই কোনো রেস্টুরেন্ট কিংবা 5 star buffe তে ডিনার! বোরিং, জাস্ট বোরিং!

আচ্ছা কে কে  জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়? আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেতে চাই, বটতলায় বসে ভাত খেতে চাই শুটকি মাছের ভর্তা দিয়ে..।’

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬