এবার ব্যাটে-বলে মাঠ কাঁপাবেন অরিজিৎ সিং

১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
অরিজিৎ সিং

অরিজিৎ সিং © সংগৃহীত

শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল)। এবার নাকি ক্রিকেটের ব্যাট-বল হাতে যুদ্ধে নামবেন টলি-বলি তারকারা। এতে অংশ নিতে পারেন অরিজিৎ সিং।

শীতের মৌসুমে নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে ইডেনেই হতে চলেছে বলিউড বনাম টলিউডের এই লড়াই, এমনটাই শোনা যাচ্ছে। আর দিনটা ধার্য করা হয়েছে ৩১ জানুয়ারি। এবার বলি-টলি তারকাদের লড়াই দিয়েই শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লীগ। খবর হিন্দুস্থান টাইমসের।

সুনীল শেট্টি, ববি দেওল, রীতেশ দেশমুখ, আরবাজ খানদের মুম্বইয়ের হয়ে সেলিব্রিটি লীগ খেলতে দেখা যায়। শোনা যাচ্ছে, তারাও নাকি এবার ইডেনের মাঠে উপস্থিত থাকবেন, যদিও খেলবেন কিনা সেবিষয়টি স্পষ্ট নয়। 

প্রতিযোগিতায় বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যীশু সেনগুপ্ত। যিনি কিনা গতবার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন। কলকাতা টিমের মালিক বলিউড প্রযোজক বনি কাপুর। 

তবে জোর খবর, এবার সেলিব্রিটি লীগের অন্যতম আকর্ষণ হতে পারেন বাংলার ছেলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক বলি গায়ক অরিজিৎ সিং। অরিজিতের কনসার্ট থাকলে এমনিতেই ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে গায়ক যদি সত্যিই খেলেন, তাতে ইডেনের মাঠে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে যে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আবার তার উপর শোনা যাচ্ছে নির্মাতারা নাকি এই ক্রিকেট লীগ নিয়ে শ্রেয়া ঘোষালের সঙ্গেও কথা বলতে পারেন। বলাই বাহুল্য জানুয়ারিতে জমে উঠতে চলেছে ইডেনে আয়োজিত সেলেব্রিটি ক্রিকেট লীগ।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬