‘চৌধুরী সাহেবের’ কাছে জামানত হারালেন মাহি

প্রচারে ঝড় তুললেও ভোটের ফলে তার প্রতিফলন দেখতে পাননি মাহি
প্রচারে ঝড় তুললেও ভোটের ফলে তার প্রতিফলন দেখতে পাননি মাহি  © ফাইল ছবি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জয়ী হন বর্তমান সংসদ সদস্য (এমপি) নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। ওই আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা মাহিয়া মাহি দুই উপজেলায় ভোট পান ৯ হাজার ৯টি। ভোটের প্রচারে মাহি ওমর ফারুককে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ঝড় তুললেও ভোটের ফলে তার প্রতিফলন দেখতে পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে রোববার জয়ী হন বর্তমান সংসদ সদস্য (এমপি) নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

ওই আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা মাহিয়া মাহি দুই উপজেলায় ভোট পান ৯ হাজার ৯টি। ভোটের এ লড়াইয়ে জামানতও হারিয়েছেন তিনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার রাত ১০টার পর ভোটের ফল ঘোষণা করা হয়।

ফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। আসনটিতে ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন। ভোট বাতিল হয় ৭ হাজার ৪৯৭ জনের।

কোনো আসনে জামানত রাখতে হলে প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ পেতে হয় প্রার্থীকে। সেই হিসাবে রাজশাহী-১ আসনে জামানত রক্ষায় প্রার্থীকে পেতে হতো ২৭ হাজার ৪৭৪টি ভোট, তবে মাহি পেয়েছেন তিন ভাগের এক ভাগ তথা ৯ হাজার ৯টি ভোট। মাহি ছাড়াও এ আসনে আরও ৯ প্রার্থী জামানত হারান।

আসনটিতে তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পান ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পান ৯২ হাজার ৪১৯ ভোট।

উল্লিখিত দুজনের বাইরে তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালি আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙ্গর প্রতীকে ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ২ হাজার ৭১৮ ভোট পান।

আসনটিতে এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল-সাআদ টেলিভিশন প্রতীকে ৬০৩ ভোট পান। এছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়ে ২০২ ভোট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence