আরশির সঙ্গে সম্পর্ক এখানেই শেষ: নাদিম

২৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
নাদিম, নোবেল ও আরশি

নাদিম, নোবেল ও আরশি © সংগৃহীত

ফারজান আরশির স্বামী ও ফুড ব্লগার নাদিম আহমেদ জানিয়েছেন, তিনি তার স্ত্রীর সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না। তিনি বলেছেন, আরশির সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ। বুধবার (২২ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে তার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেন নাদিম।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমি আমার স্ত্রীর প্রতারণার শিকার হয়েছি। তবুও চেষ্টা করছি তাকে নিজের কাছে ফিরিয়ে আনার। এত বছর সে আমার সঙ্গে, আমি কখনো কল্পনাও করিনি আমার স্ত্রী এমন কিছু করবে। আমি কিছুই জানতাম না।

‘‘আমার স্ত্রী আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, স্টোরি দিচ্ছে, সবকিছুই ভালোই যাচ্ছিল। সুতরাং এমন কিছু ঘটছে সেই সন্দেহ করারও সুযোগ ছিল না। হঠাৎ করেই একদিন দেখলাম গায়ক নোবেল একটা প্রোফাইল পিকচার দিয়েছে। যেখানে তার সঙ্গে আমার স্ত্রী। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না।’’

ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাদিম আহমেদ। তিনি বলেন, আরশিকে ফিরিয়ে আনতে আমি পুলিশ নিয়ে এবং তার বাবা-ভাইকে নিয়ে নোবেল সাহেবের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি পুরো ব্যাপারটাই অন্যরকম।

আরও পড়ুন: অন্যের স্ত্রীকে তুলে এনে নিজের বউ দাবি করছে নোবেল: সাবেক স্ত্রী

তিনি বলেন, আরশি নোবেলের সঙ্গে তার বাসায় নেশা করতেছে, লাইফ কাটাচ্ছে। আমার জন্য এ মুহূর্তটা অনেক বেদনাদায়ক ছিলো। আমি কখনো বিষয়টি মানতে পারিনি। এটা আসলে কোনো মানুষই মানতে পারবে না। তাও আমি নিজেকে মানিয়ে নিলাম। ব্যাপার হচ্ছে আমার কোনো ভুল ছিলো না এখানে।

এর আগে গত সোমবার আরশির সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে নোবেল দাবি করেন, তাকে বিয়ে করেছেন তিনি। যদিও কবে বিয়ে করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

আরশির সঙ্গে সাংসারিক জীবন ভালোই যাচ্ছিলো নাদিমের। তিনি আরশিকে প্রচন্ড ভালোবাসতেন। ভিডিওতেও সে কথা জানিয়েছেন নাদিম। বলেন, তাকে আমি কতটা ভালোবেসেছি, অন্ধ বিশ্বাস করেছি—আমাকে যারা খুলনায় দেখেছেন তারা বলতে পারবেন। সেখানে তাকে নিয়ে সন্দেহ জিনিসটা কখনোই আসেনি।

গানম্যান চাইলেন হান্নান মাসউদসহ দুই প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬