পারিবারিক পছন্দে বিয়ে ‘হাবু ভাইয়ের’, পাত্রী তুলতুল পড়ছেন বিশ্ববিদ্যালয়ে

জনপ্রিয় অভিনেতা চাষী আলমের বিয়ে সম্পন্ন হয়েছে
জনপ্রিয় অভিনেতা চাষী আলমের বিয়ে সম্পন্ন হয়েছে  © সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চাষী আলম হাবু চরিত্রে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকে। সে কারণে তিনি ‘হাবু ভাই’ নামে বেশি পরিচিত। তিনি শুক্রবার (২৬ আগস্ট) পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন।

চাষী আলমের বা হাবু ভাইয়ের স্ত্রীর নাম তুলতুল। ঢাকার মেয়ে তিনি। পড়ছেন রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে। চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করেছেন। মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে যাবেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। গুলশানের একটি রেস্তোরায় শুক্রবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে চাষি আলম জনপ্রিয় হন। মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকেও অভিনয় করেছেন। এবার ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পায়।

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল কয়েক দিন। তার মধ্যে সাড়া ফেলেছিল কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!