‘ব্যবসার পরিস্থিতির’ পর আলী হাসানের গান ‘বাজার গরম’ 

১৮ আগস্ট ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
বাজার গরম গানের পোস্টার

বাজার গরম গানের পোস্টার © সংগৃহীত

দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য দিনে তিন বেলা খাওয়া জুটানো দায় হয়ে যাচ্ছে। বাজারের দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে গান করলেন ভাইরাল গায়ক আলী হাসান। এর আগে গত বছর তিনি ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান গেয়ে পরিচিত লাভ করেন। তারপর থেকে তিনি নেটিজেনদের কাছে খুবই পরিচিত।

‘ব্যবসার পরিস্থিতি’  গানটি তাকে আপন করে নেয় পুরো বাংলাদেশ। ছোট থেকে বড় সব বয়সের মানুষের পছন্দের শিল্পী হয়ে ওঠেন আলী ও ‘ব্যবসার পরিস্থিতি’ টিম।

দীর্ঘ এক বছর পর এ গায়ক নিয়ে এলেন নতুন গান-ভিডিও। ‘ব্যবসার পরিস্থিতি’ টিমের এবারের গানের শিরোনাম ‘বাজার গরম’। গানের কথা ও সুর করেছেন আলী হাসান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাদী ও শচি শামস।

আলী হাসানের সঙ্গে দ্বৈতভাবে গানটি গেয়েছেন সিয়াম হাওলাদার, মি. রিজান, সাদী, উদয় মানাম, আমিন আলী, রাকিব হাসান, মারুফ আকন, আহমেদ শুভ, আলিম খন্দকার ও জেসমিন সেতু। গানের ভিডিওতে রয়েছে শিল্পীদের উপস্থিতি। মিউজিক ভিডিও নির্মাণ করেছন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। সার্বিক তত্ত্বাবধানে ইশা খান দূরে। বর্তমান বাজারের হালচাল নিয়ে গানটি নির্মিত হয়েছে।

ট্যাগ: বিনোদন
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতোই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬