‘ফ্লাইট ২২৭’ এর পোস্টার © সংগৃহীত
‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ ২০’-এর পর নতুন ওয়েব সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নির্মাতা হিসেবে দর্শকমহলে অনেক জনপ্রিয় তিনি। ‘ফ্লাইট ২২৭’ শিরোনামের ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য আর সংলাপ নির্মাতা আরিয়ানের।
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখান সিনেমাটির গল্প সম্পর্কে কিছু না লিখলেও একটি ডামি পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টার দেখে বুঝা যাচ্ছে, বিমান দুর্ঘটনা নিয়েই আসছে এই গল্প। ক্যাপশনে তরুন নির্মাতা আরিয়ান লিখেছেন, ‘জীবন হঠাৎ থমকে যায়!’ ।
‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে আরিয়ান জানান, একসঙ্গে অনেকগুলো গল্প মিলিত হবে এই সিনেমায়। কখনো সম্পর্কের, কখনো প্রেমের, কখনো বন্ধুত্বের আবার কখনো গল্পটা ক্রাইসিসের। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায় শেষ কোথায়-সব জানা যাবে সিনেমায়।
প্রকাশিত পোস্টরে দেখা যাচ্ছে, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে প্রায় ছাই, কুণ্ডলী পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ঈগলচোখে তোলা পোস্টারের সেই ছবিটি আভাস দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতার।