সিজিপিএ ৩.৫৮ পেয়ে গ্র্যাজুয়েট হলেন অভিনেত্রী হিমি

১৩ জুলাই ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সিজিপিএ ৩.৫৮ পেয়ে গ্র্যাজুয়েট হলেন অভিনেত্রী হিমি

সিজিপিএ ৩.৫৮ পেয়ে গ্র্যাজুয়েট হলেন অভিনেত্রী হিমি © সংগৃহীত

এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের সুনিপুণ কৌশল ও দক্ষতায় ভক্তদের হৃদয়ে নিজের অবস্থানকে পোক্ত করেছেন অনেক আগেই। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) থেকে স্নাতক শেষ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। মার্কেটিং বিষয়ে এই তিনি সিজিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন সিজিপিএ ৩.৫৮। তবে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় আপাতত মাস্টার্স করবেন না হিমি। 

বুধবার (১২ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় এই অনন্য অর্জনে দারুণ আনন্দিত জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি বলেন, অভিনয় ও পড়াশোনা দুটো একসঙ্গে চালিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য ছিল। সারা দিন শুটিং শেষে গভীর রাতে বাসায় ফিরতেন। মাত্র ৩-৪ ঘণ্টা কখনো ২ ঘণ্টা ঘুমিয়ে আবার সকাল ৮টায় যেতে হতো বিশ্ববিদ্যালয়ের ক্লাসে। ক্লাস শেষে আবার চলে যেতেন শুটিংয়ে। এভাবে ঢাকার বাইরেও যাওয়া-আসা করতে হতো।

আরও পড়ুন: সংসার-অভিনয় সামলে বিবিএ রেখে যেভাবে ইংলিশ গ্র্যাজুয়েট সাবিলা নূর

হিমি বলেন, গ্র্যাজুয়েশন ঠিকমতো সময়ে শেষ করতে পারব কি না সেটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল। কনভোকেশনের পর সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। অনেক দিন দম ফেলার সময় পাই নাই। এখনই মাস্টার্স করার কোনো পরিকল্পনা নেই। আপাতত হাতের কাজগুলো সেরে দু-এক বছর পর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চান বিদেশে।

বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন হিমি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন। বাবা-মায়ের আদেশ ছিল, আগে পড়াশোনা তারপর অন্য কিছু। তাই তো শুভক্ষণে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। হিমি বলেন, ‘আব্বু এবং আম্মু, তোমাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া আজকের এ অর্জন কখনোই সম্ভব হতো না। তোমাদের ত্যাগ, নির্দেশনা ও আমার প্রতি বিশ্বাসের জন্য ধন্যবাদ। আজকে আমি যা কিছু করেছি, সবটাই তোমাদের জন্য।’

এবারের ঈদের নাটকগুলোতে ভালো সাড়া পাচ্ছেন হিমি। তার অভিনীত ‘পরাণ পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’, ‘জামাই শ্বশুরের কোরবানি’, ‘তোমাকে ভেবে’, ‘শুভ বিবাহ’, ‘জামাই আতঙ্ক’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

কিন্তু অভিনয়ের প্রতিভার পাশাপাশি হিমির যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে হিমির অবাধ দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন হিমি। এবার ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি।

টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিঠা উৎসব’
  • ২২ জানুয়ারি ২০২৬
২ হাজার টাকার ফ্যামিলি কার্ড পেতে কি এক হাজার টাকা ঘুষ দিতে…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সিলেটে শত শত মাইক, আমাদের মাত্র তিনটি দিয়ে জনসভা চলছে’
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬