ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা পেলেন পূজা চেরি

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
পূজা চেরি

পূজা চেরি © সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না পূজা চেরির। গেল বছরের শেষ আর চলতি বছরের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রেম ও গুঞ্জন নিয়ে ছিলেন আলোচনায়। সেই পূজা এবার এবার ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কাছে।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে পূজা চেরি লিখেছেন, আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।

ফেসবুক স্টাটাসের শুরুতেই তিনি লিখেছেন, আমি পূজা চেরি। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে প্রকাশ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।

পূজা চেরি এ পোস্ট করার এক ঘন্টা পরই ফেসবুক পেজে একটি পোস্ট করে জাজ মাল্টিমিডিয়া। সেই পোস্টে বলা হয়েছে, ‘মানুষ ভুল করে, কারনে করে, অকারনে করে, তবে সে ভুল করে। মানুষ ফেরেশতা নয়, তাই মানুষের ভুল হয়। পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিবাবক হয়ে ক্ষমা করে, নিজের ঘরে সাদর সম্ভাষন জানাচ্ছে।

জানা যায়, গেলো এক বছর সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন পূজা। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন। এরপর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী।

পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা করলেও সেগুলো দিয়ে পূজা নজর কাড়তে পারেননি, বরং সমালোচিত হয়েছেন।

 

ট্যাগ: সিনেমা
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬