শাহরুখ-সালমান-দীপিকা-ক্যাটরিনাদের শিক্ষাগত যোগ্যতা কী, কলেজের গণ্ডি না পেরিয়েও সফল কারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ PM
বলিউড তারকাদের অনেকেই রয়েছেন উচ্চশিক্ষিত, আবার অনেকে কলেজের গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও ক্যারিয়ার জীবনে সফল হয়েছেন। অনেকে আবার পেশাগত ক্যারিয়ার ছেড়ে অভিনয়কে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। বলিউডে জনপ্রিয় তারকাদের ভেতর কার প্রাতিষ্ঠানিক যোগ্যতা কতটুকু, তা হয়তো অনেকেরই অজানা।
চলুন জেনে নিই বলিউড তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কী
শাহরুখ খান : তিনি তার স্কুলজীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পাঠ্যক্রম বহির্ভূত নানা কার্যক্রমেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কলেজজীবনেও খেলাধুলা (ফুটবল, হকি) এবং থিয়েটারে সমানভাবে সক্রিয় ছিলেন। তিনি অর্থনীতিতে তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন দিল্লির হংসরাজ কলেজ থেকে। পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ নিয়ে পড়াশোনা শুরু করলেও, মাঝপথে তা ছেড়ে দেন।
সালমান খান : মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ওঠার সময় থেকেই মডেলিং শুরু করেন সালমান খান। ডাবিং আর্টিস্ট হিসেবেও কাজ করতেন সেই সময়ে। কলেজে থাকতেই পড়াশোনা কে বিদায় জানিয়ে, অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি।
দীপিকা পাড়ুকোন : দীপিকা পাড়ুকোন যখন কলেজে, তখন তিনি বেঙ্গালুরুর সফল মডেল। বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুল ও মাউন্ট কারমেল থেকে পড়া শেষ করে ইন্দিয়া গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান নিয়ে পড়া শুরু করেছিলেন দীপিকা। কিন্তু কাজের ব্যস্ততার কারণে শেষ করতে পারেননি আর। অবশ্য পড়াশোনা করার বিশেষ কোনো ইচ্ছাও তার ছিল না।
পড়াশোনার পাশাপাশি তিনি জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মডেলিং আমাকে বাঁচিয়ে দিয়েছিল। না হলে আমাকে ব্যাডমিন্টন খেলে জীবন পার করতে হতো। লেখাপড়া করে চাকরি করার জন্য আমি জন্মাইনি।
আলিয়া ভাট : ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকায়, তিনিও পড়াশোনার চেয়ে অভিনয়ের ক্যারিয়ারকে বেছে নিয়েছিলেন। অনেক অল্প সময়েই নানা রকম চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে চলে এসেছেন তিনি। স্কুল পাশ করার পরই তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তি পায়। তারপরই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।
ক্যাটরিনা কাইফ : ঘন ঘন স্থানন্তরের জন্য বাড়িতেই পড়াশোনা করতে ক্যাটরিনা কাইফ। কখনও স্কুলের গণ্ডিই পেরোননি তিনি। ছোটবেলায় মায়ের সঙ্গে তাকে বিভিন্ন দেশে ঘুরতে হয়েছে। তাই কখনও একটা স্কুলে টিকতে পারেননি বলিউড অভিনেত্রী। তাই তার মা বাড়িতেই তার জন্য পড়াশোনার বন্দোবস্ত করেছিলেন। ২০০৩ সালে 'বুম' সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন তিনি।
তাপসী পান্নু : তিনি দিল্লির গুরুতেগ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বলিউডে অভিনয় শুরুর আগে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন। কিন্ত পরবর্তীতে অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেঁছে নেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে মোদিকে চিঠি এআইএমএসএ’র
ভিকি কৌশল: প্রবীণ অ্যাকশন পরিচালক শাম কৌশলের ঘরে জন্ম নেওয়া ভিকি কৌশল মুম্বাইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। কিন্ত তি্নিও বুঝতে পারেন কর্পোরেট ক্যারিয়ার তার জন্য নয়, অভিনয়েই বেশি আগ্রহ পান তিনি।
সারা আলি খান : বলিউড তারকাদম্পতি অমৃতা সিং এবং সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের শিক্ষাজীবনে অন্যদের চেয়ে বেশ এগিয়ে। তিনি নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কৃতি স্যানন : মা কলেজের শিক্ষিকা। নায়িকার বাবা চাটার্ড অ্যাকাউনট্যান্ট। ছিল না বলিউডে কোনো পারিবারিক যোগসূত্র । সম্পূর্ণ বাইরের মানুষ হিসেবে বলিউডে পা রাখেন কৃতি। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ২০১৪ সালে, টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ সিনেমায় অভিনয়ের মাধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন। ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী।
নয়ডার জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। ২০১৫ সালে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ইঞ্জিনিয়ারিং থেকে অভিনয়ে আসাটা যেন নিজে থেকেই হয়ে গেল। কিছু জিনিস বোধ হয় ভাগ্যেই লেখা থাকে।’