বাংলাদেশে কোর্স চালু করছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স

২৮ অক্টোবর ২০২২, ০২:০২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান © সংগৃহীত

লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)-র একাডেমিক নির্দেশনায় বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডন (ইউওএল)-এর কোর্স চালু করেছে এসটিএস গ্রুপের ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউভার্সিটি অব লন্ডনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের প্রথম আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ যৌথভাবে এই প্রোগ্রাম চালু করে।

গতকাল রাজধানীর ইউসিবি ক্যাম্পাসে নতুন এই প্রোগ্রামের পার্টনারশিপ-লঞ্চিং অনুষ্ঠান আয়োজিত হয়।

আরও পড়ুন: টাকার বিনিময়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন সাকিব!

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি শতভাগ অনুসরণ করবে ইউসিবি। প্রাথমিকভাবে ইউসিবিতে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট (বিএসসি), ফিন্যান্স (বিএসসি) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স (বিএসসি) কোর্সগুলো চালু হবে।

সাশ্রয়ী টিউশন ফি ছাড়াও মেধাবী শিক্ষার্থীরা ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাবে। এছাড়া শিক্ষার্থীরা ২০০টি দেশে ইউওএলের এক লাখের বেশি প্রাক্তন ছাত্রদের গ্লোবাল অ্যালামোনাইতেও জায়গা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দনমল।

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬