বাংলাদেশের প্রায় ৫ হাজার আইজিসিএসই এবং ‘ও’ লেভেল পরীক্ষার্থীর ফল প্রকাশ

১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৩:৪৬ PM
কেমব্রিজ

কেমব্রিজ © লোগো

কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন (কেমব্রিজ) জুন ২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে, যেখানে সারা বিশ্বের ৬ লাখ ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ৯% বেশি। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বৈশ্বিক পরিবর্তনের কারণে বাংলাদেশসহ অনেক দেশের শিক্ষার্থী ও পরিবার এখন আন্তর্জাতিক শিক্ষার দিকে বেশি ঝুঁকছে। এই জুনে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সাথে পরীক্ষায় অংশগ্রহণও বেড়ে প্রায় ১৭ লাখে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৭% বেশি।

বাংলাদেশে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ৮১টি স্কুলের ৪ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী কেমব্রিজ আইজিসিএসই এবং ‘ও’ লেভেলের ফলাফল পেয়েছে। জুন ২০২৫ সিরিজে পরীক্ষার সংখ্যা ছিল ২৩ হাজারের বেশি, যা জুন ২০২৪ এর তুলনায় ৩% বেশি। সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে ছিল বাংলা, ইংরেজি ভাষা, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন।

এর আগে, গত ১২ আগস্ট কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও ‘এ’ লেভেলের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের ৭৩টি স্কুলের ৬ হাজার ১০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এ ফলাফল তাদেরকে পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যতমুখী ক্যারিয়ারের পথে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। জুন ২০২৫ সিরিজে এএস ও এ লেভেল পরীক্ষার সংখ্যা ছিল ১৭ হাজার ২০০-এর বেশি, যা জুন ২০২৪ এর তুলনায় ৭% বেশি। সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলো ছিল গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও অর্থনীতি।

কেমব্রিজ প্রোগ্রামের বাড়তি চাহিদা শুধু এর একাডেমিক মানের স্বীকৃতি নয়, বরং পরিবার ও শিক্ষকদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তনকে তুলে ধরে। এখন তারা এমন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন যা বৈশ্বিকভাবে কাজ ও পড়াশোনার দক্ষতা গড়ে তোলে, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে এবং বাস্তব সমস্যার প্রতি সমালোচনামূলকভাবে চিন্তা করতে উৎসাহিত করে।

এই আগস্টে কেমব্রিজের ফলাফল পাওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ এশিয়ায় কেমব্রিজের আন্তর্জাতিক শিক্ষার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় শর্মা বলেন, তাদের এই অর্জনগুলো ভবিষ্যতের জন্য প্রস্তুত বিশ্ব নাগরিক হওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। কেমব্রিজে আমরা বিশ্বাস করি, শিক্ষা একটি শক্তিশালী পরিবর্তনের হাতিয়ার যা শিক্ষার্থীদের দ্রুত পরিবর্তিত বিশ্বে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।

বাংলাদেশে কেমব্রিজের কান্ট্রি লিড সারওয়াত রেজা বলেন, বাংলাদেশে কেমব্রিজ শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য তাদের কঠোর পরিশ্রম, পাশাপাশি তাদের শিক্ষক ও পরিবারের সমর্থনের ফল। বর্তমানে কেমব্রিজ পরীক্ষায় অংশ নেওয়া আগের চেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা প্রমাণ করে যে, বাবা-মা ও শিক্ষার্থীদের মধ্যে বিশ্বমানের শিক্ষা ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও বৈশ্বিক সুযোগের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে।

বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার চাহিদা বাড়ছে
গত পাঁচ বছরে জুন সিরিজে অংশ নেওয়া স্কুলের সংখ্যা ৩৮% বৃদ্ধি পেয়েছে, আর পরীক্ষার সংখ্যা বেড়েছে ৭৪%। ১৪৯টি দেশে মোট ৫ হাজা ৫০৭টি কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল জুন ২০২৫ সিরিজে পরীক্ষা দিয়েছে।

যার আন্তর্জাতিক মূল্যায়নে ১৬০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন কেমব্রিজ এখন প্রতি বছর প্রায় দুই মিলিয়ন শিক্ষার্থীকে সেবা প্রদান করে। এর প্রোগ্রামগুলো—যেমন ছোটদের জন্য কেমব্রিজ চেকপয়েন্ট, কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল, আন্তর্জাতিক এএস এবং এ লেভেল এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট কোয়ালিফিকেশন গুলোর বিশ্বজুড়ে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে সুনাম রয়েছে।

গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
বোয়ালখালীতে সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9