দেশে নিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের সংখ্যা ১৪৭টি
- জুবায়ের রহমান
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৯ PM
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে বিদেশি কারিকুলামে পরিচালিত নিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা ১৪৮টি। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুল-কলেজের প্রকৃত সংখ্যা ৩৫০টিরও বেশি।
ব্যানবেইস থেকে পাওয়া তথ্যানুযায়ী, ইআইআইএন নম্বরধারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রামে ১০টি, ঢাকায় ১২৫টি, নারায়ণগঞ্জে ৬টি, নরসিংদীতে ১টি এবং সিলেটে ৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। এর বাইরে ব্যানবেইসের ইআইআইএন নম্বরধারী আর কোনো প্রতিষ্ঠান নেই বলে জানা গেছে।
এ বিষয়ে ব্যানবেইসের একজন কর্মকর্তা জানান, ‘এটা আমাদের জরিপে পাওয়া সংখ্যা। যারা জরিপে অংশ নিয়েছে এবং আমাদের কাছ থেকে ইআইআইএন নম্বর নিয়েছে, তাদের সংখ্যাই আমরা প্রকাশ করি। যারা নেয়নি, তাদের তালিকা আমাদের কাছে থাকে না। সাধারণত অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এই নম্বর নেয় না। এটা দুই থেকে চার শতাংশ হয়ে থাকে। তবে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা আরও বেশি হতে পারে।’
ইআইআইএন নম্বর না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কারণ, সরকারের কাছে তারা দায়বদ্ধ নয়। অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে দায়বদ্ধ, তারা সেভাবে দায়বদ্ধ না হওয়ার কারণেই এমনটা ঘটে।’
তবে ব্রিটিশ কাউন্সিলের প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশের ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের মোট সংখ্যা ১৬৮টি। যার মধ্যে ঢাকাতেই রয়েছে ১২৭টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের একাধিক শাখা রয়েছে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকাগুলোতে।
এছাড়া, চট্টগ্রামে ১৫টি, সিলেটে ৯টি, নারায়ণগঞ্জে ৪টি, দিনাজপুরে ৪টি, খুলনায় ৩টি, রংপুরে ৩টি এবং নরসিংদী, সিরাজগঞ্জ ও রাজশাহীতে একটি করে ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট শহরের কেন্দ্রীয় এলাকাগুলোতে অবস্থিত।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে ইংরেজি মাধ্যম স্কুলগুলো সাধারণত বেসরকারি মালিকানাধীন এবং আন্তর্জাতিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। এদের কার্যক্রম কিছু বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক বোর্ডের তত্ত্বাবধানে চলে। সারাবিশ্বে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের বোর্ড থাকলেও বাংলাদেশে মূলত তিনটি বোর্ড শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এগুলো হলো—Cambridge Assessment International Education (CAIE), Pearson Edexcel এবং International Baccalaureate (IB)। এই বোর্ডগুলো নিজস্ব সিলেবাস প্রণয়ন করে এবং নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা, খাতা মূল্যায়ন ও সনদ প্রদান করে। এছাড়া সম্প্রতি OxfordAQA নামক আরেকটি আন্তর্জাতিক মানের শিক্ষাবোর্ড দেশের ইংরেজি মাধ্যম শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বলে ব্রিটিশ কাউন্সিলের এক সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, দেশে ইংরেজি মিডিয়ামের সকল পরীক্ষা ব্রিটিশ কাউন্সিল সমন্বয় করে থাকে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের পার্টনারশিপ রয়েছে। শিক্ষকদের ট্রেনিং প্রদান এবং ইকুয়েপমেন্ট সরবরাহসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা করা হয়ে থাকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে।
জানা গেছে, Cambridge Assessment International Education (CAIE) হচ্ছে University of Cambridge-এর একটি অংশ, যা বিশ্বের বিভিন্ন স্থানে স্কুলপর্যায়ের আন্তর্জাতিক শিক্ষা ও পরীক্ষা পরিচালনা করে। সাধারণত প্রাক-প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে বর্তমানে অধিকাংশ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান এই বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে।
বর্তমানে University of Cambridge-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, তাদের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশে স্কুল ও কলেজের সংখ্যা ১২১টি।
Pearson Edexcel-এর ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশে মোট ১৭টি প্রতিষ্ঠানে এই বোর্ডের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে Edexcel কারিকুলামে ৯টি ও BTEC কারিকুলামে ৮টি প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এই শিক্ষাবোর্ডের শিক্ষাব্যবস্থা অনেকটাই ক্যামব্রিজের বিকল্প হিসেবে পরিচিত।
অন্যদিকে, International Baccalaureate (IB)-এর ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশে এই বোর্ডের অধীনে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক এই বোর্ড শিক্ষার্থীদের বিশ্লেষণমুখী ও সমালোচনামূলক চিন্তাভিত্তিক শিক্ষা প্রদান করে।
নিবন্ধিত ১৪৭টি প্রতিষ্ঠান
চট্টগ্রামে অবস্থিত নিবন্ধিত ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানগুলো হল- চিটাগাং গ্রামার স্কুল, ইউরোপিয়ান গ্রামার স্কুল, ফ্রোবেল একাডেমি, লিটল জুয়েলস স্কুল, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, দ্য ডক্স স্কুল (অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল), উইলিয়াম কেরি একাডেমি।
ঢাকায় অবস্থিত ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হল- এ.জি. চার্চ স্কুল, ঢাকা, একাডেমিয়া, আল-আরাফাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল, আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল, অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুল, অরোরা ইন্টারন্যাশনাল স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাভেরোয়েস ইন্টারন্যাশনাল স্কুল, বাচা ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল লি., বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই), বেলমন্ট ইন্টারন্যাশনাল স্কুল, বিলগেটস ইন্টারন্যাশনাল স্কুল, বোস্টন ইন্টারন্যাশনাল স্কুল, ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডিয়ান ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল, কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুল, ক্যাপস্টোন স্কুল ঢাকা, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, সেফালন ইন্টারন্যাশনাল স্কুল, চেরি ব্লসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং গ্রামার স্কুল-ঢাকা, করডোভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, ডিপিএস এসটিএস স্কুল ঢাকা, ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুল, ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইবেনেজার ইন্টারন্যাশনাল স্কুল, এমিনেন্ট স্কুল অব ঢাকা, এম্পায়ার ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস), এভার গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল, এক্সেল একাডেমি, গেটওয়ে ইন্টারন্যাশনাল, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুল, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিন ডেল ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুল।
এছাড়া আরও রয়েছে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান ইন্টারন্যাশনাল স্কুল, হীড ইন্টারন্যাশনাল স্কুল, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, ইনজেনুইটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইআইএসডি), ইন্টারন্যাশনাল বাংলাদেশ হোপ স্কুল, ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার, ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ, ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, কিডিকেয়ার (অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল), কিডস ক্যাম্পাস, কিডস টিউটোরিয়াল, কুকাবুরা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, লিটল মাস্টার্স ইন্টারন্যাশনাল স্কুল, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল, লর্ডস অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল, লোরেটো, লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাক মাস্টার স্কুল, মনারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ম্যানগ্রোভ স্কুল, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, মেরি কুরি স্কুল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ম্যাভেনউড ইন্টারন্যাশনাল স্কুল, মীরা এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, মাইলস্টোন লরেলস ইন্টারন্যাশনাল স্কুল, মিস্টিক ইন্টারন্যাশনাল স্কুল, নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুল, নর্দার্ন ইন্টারন্যাশনাল স্কুল।
অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, অক্স ব্রিজ স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পেনফিল্ড স্কুল, প্লে পেন, প্রিমিয়ার স্কুল ঢাকা, রিভার ডেল, রিভার ডেল, ঢাকেশ্বরী, ঢাকা, রয়্যাল স্কুল ঢাকা, সামাওয়াত ইসলামিক স্কুল, স্কলাস্টিকা, সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, এসএফএক্স. গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, সিদ্দিকী’স ইন্টারন্যাশনাল স্কুল, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্কুল, সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড, স্যার জন উইলসন স্কুল, স্মার্ট ইনোভেশন স্কুল, সাউথ ব্রিজ স্কুল, সাউথ ইস্ট ব্যাংক গ্রীন স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট লরেন্স স্কুল অব জুয়েলস, সেন্ট মেরি’স ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট পল’স স্কুল, স্টারলিট স্কুল অব ইংলিশ, সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল, সানবিমস, সানিডেল, সিডনি ইন্টারন্যাশনাল স্কুল, দ্য বেন্টলি ইন্টারন্যাশনাল স্কুল, দ্য ম্যানচেস্টার স্কুল, দ্য নিউ স্কুল, ঢাকা (NSD), দ্য রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুল, ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল, ইউনিভার্সাল টিউটোরিয়াল, ভার্টিকাল হরাইজন, ভিজিল্যান্ট ইন্টারন্যাশনাল স্কুল, ভিশন গ্লোবাল স্কুল, হুইটন ইন্টারন্যাশনাল স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুল, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল, ওয়ার্ডব্রিজ স্কুল, ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল, ইয়ুথ ফেজ ইন্টারন্যাশনাল স্কুল।
নারায়নগঞ্জে অবস্থিত নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো হল- এবিসি ইন্টারন্যাশনাল, চেঞ্জেস, এনলাইটেন্ড, হেরিটেজ স্কুল, মাউন্ট রয়্যাল একাডেমি, ফিলোসোফিয়া।
নরসিংদীতে একমাত্র নিবন্ধিত ইংরেজি মাধ্যম স্কুল হল আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল।
সিলেটে অবস্থিত নিবন্ধিত ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানগুলো হল আনন্দ নিকেতন স্কুল, ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ), সিলেট গ্রামার স্কুল, দ্য সিলেট খাজাঞ্চিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।