ভিসি বিরোধী গ্রাফিতি-স্লোগান মুছে ফেলতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ AM
ভিসি বিরোধী স্লোগান ও গ্রাফিতি একদিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। গতকাল ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে বের হওয়ার সময় তিনি এ নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের এ নির্দেশ দেন তিনি। এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ক্যাম্পাসে যত আঁকাআঁকি আছে তা একদিনের মধ্যে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে ভিসি বিরোধী ব্যাঙ্গাত্মক স্লোগান লেখেন। আঁকেন গ্রাফিতি।
শিক্ষার্থীরা জানান, দেয়াল লিখন শিক্ষার্থীদের প্রতিবাদের একটি মাধ্যম। পুলিশের হামলার পর থেকে আন্দোলনের প্রতিটি মুহূর্তের সাক্ষী এসব দেয়াল লিখন। এ ছাড়াও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী করে তুলতে দেয়াল লিখনের কথাগুলো ভূমিকা পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনে শিক্ষার্থীদের আমন্ত্রণে গতকাল সকালে সিলেট যান শিক্ষামন্ত্রী। বিকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক করেন। শিক্ষার্থীদের দাবিগুলো শুনেন। পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভিসি অধ্যাপক ফরিদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ভিসির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবো। তিনি সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক বলেছেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। পরে দিন গড়িয়ে সেটি ভিসির পদত্যাগের দাবিতে পরিণত হয়।