বাঁচানো গেল না পবিপ্রবি শিক্ষার্থী তন্ময়কে

রিদওয়ান হোসেন তন্ময়
রিদওয়ান হোসেন তন্ময়  © সংগৃহীত

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ান হোসেন তন্ময় (১৯)। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিদওয়ান হোসেন তন্ময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ১৩তম ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা-২ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তন্ময়। তন্ময়ের গ্রামের বাড়ি জামালপুরে।

জানা গেছে, হলে থাকা অবস্থায় সামান্য অসুস্থ বোধ করেন তন্ময়। কিন্তু হঠাৎ করে অবস্থা খারাপ হয়ে যায়। তাকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তন্ময়।

এদিকে তন্ময়ের এই অকাল মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বন্ধুদের মাছে শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ