রুয়েটের ৫ম সমাবর্তন ১ ডিসেম্বর
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৫ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৫ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৫ম সমাবর্তন আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিএসসি, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ২০ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ৪৫০০/- ( চার হাজার পাঁচশত টাকা) নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের জন্য রুয়েটের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
নিবন্ধন শুরুর তারিখের বিষয়ে জানতে চাইলে সমাবর্তন আয়োজন কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আলী হোসাইন বলেন, শনিবার সমাবর্তন আয়োজন উপকমিটির একটা সভা অনুষ্ঠিত হবে। তার পর শুরুর তারিখটা জানানো যাবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে শুরু হবে