বুয়েট ও ফেসবুকের লোগো © সংগৃহীত ও সম্পাদিত
শিক্ষার্থীদের কাছে দ্রুত ও সহজভাবে বিভিন্ন তথ্য পৌঁছাতে সম্প্রতি নিজেদের নামে অফিশিয়াল ফেসবুক পেইজ খুলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এই পেইজটির বাইরে প্রতিষ্ঠানের নামে খোলা বিভিন্ন পেইজ বা অ্যাকাউন্ট অনুমোদিত নয় বলে সতর্ক করেছে কর্তপক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে স্পষ্ট করে ।
ফেসবুক পোস্টে বলা হয়, এটি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ। ‘বুয়েট’ নাম, সংক্ষিপ্ত রূপ, বা লোগো ব্যবহার করে অন্য যেকোনো পেজ, গ্রুপ বা অ্যাকাউন্ট অননুমোদিত। বুয়েট প্রশাসন এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কোনও সম্পৃক্ততা, অনুমোদন বা তদারকি করে না।
বুয়েটের অফিশিয়াল পেইজে দেখা যায়, BUET - Bangladesh University of Engineering and Technology নামের এ পেইজটি গত বছরের ২৭ ডিসেম্বর চালু করা হয়েছে। এতে এ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বেশকিছু নোটিশ দেওয়া হয়েছে। এতে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৪ হাজার ৭০০ ফলোয়ার রয়েছে।