বুয়েট ভর্তি পরীক্ষা © সৌজন্য প্রাপ্ত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবার পাঁচটি ফ্যাকাল্টির ১৩টি বিভাগের ১ হাজার ৩০৫টি আসনের বিপরীতে লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থী। আগামী ৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।
এর আগে সকালে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।