হাবিপ্রবিতে হামলাকারীদের তালিকা প্রকাশের দাবিতে ছাত্রদল নেতার অনশন

০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM
হাবিপ্রবিতে ছাত্রদল নেতার অনশন কর্মসূচি

হাবিপ্রবিতে ছাত্রদল নেতার অনশন কর্মসূচি © টিডিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং চব্বিশের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের তালিকা প্রকাশের দাবিতে অনশনে বসছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. সাগর। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে তিনি এ অনশন ‍শুরু করেন।

এর আগে গতকাল রাতে তিনি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। এ পোস্টে তিনি উল্লেখ করেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত করা ও বিচারহীনতার সংস্কৃতি একটি সুন্দর ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠনের প্রধান অন্তরায়, যা স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য ছিল।

তিনি দাবি করেন, ২০২৪ সালের ১৬ জুলাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ কোটা-বিরোধী আন্দোলনে যারা রড, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, তাদের তালিকা প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মো. সাগর আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের বিচার সম্পন্ন হয়েছে। অথচ হাবিপ্রবিতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা আর মেনে নেবে না।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। এই হামলায় অনেক শিক্ষার্থী আহত হন এবং হলগুলোতে অস্ত্র মজুতের প্রমাণ পাওয়া যায় ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলার ঘটনায় তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশে ১০২ জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয়। তবে, অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9