‘১২-১৩ বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী মারধরের শিকার হলেও বুয়েট দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে’

বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ
বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ  © ফাইল ফটো

১২-১৩টি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা মারধরের শিকার হলেও পুরো বিষয়টিকে শুধু বুয়েট দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

আবরার ফাইয়াজ লিখেছেন, ‘গতকাল আমাদের ওপরে পুলিশের হামলা হয়, সামনের দিকে তুলনামূলক বেশি ছিলো এইউএসটি’র ভাইরা, ১৫ জনের মতো আহত হয়েছে। আমাদের বুয়েটের ২০ ব্যাচের এক ভাইয়ের রাত ৩টা পর্যন্ত অপারেশন হয়েছে, অন্ত্র নালিতে ৫টা ছিদ্র হয়ে গেছে গ্রেনেডের শার্পনেইল ঢুকে। প্রায় সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আহত হয়েছে।’

তিনি বলেন, ‘অথচ আপনি মেইনস্ট্রিম মিডিয়ায় দেখেন, আমাদের আহত কাউকে নিয়ে কোনো নিউজ নেই। ইভেন, গতকালকে হামলার যে লাইভ ভিডিওগুলো ছিল, তাও ডিলিট করে দিচ্ছে। প্রত্যেকটা মিডিয়ায় পুলিশের যাদের গায়ে আচর লেগেছে, ছবিসহ নিউজ হয়েছে। গতকালকে ১২-১৩টা বিশ্ববিদ্যালয়ের, কলেজের পোলাপান মাইর খাইছে। কিন্তু পুরো বিষয়টাকে বুয়েট দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে। পাবলিকের পোলাপানও মাইর খাইছে, প্রাইভেটও খাইছে।’

আরও পড়ুন: ‘প্রকৌশলী’ পদ ব্যবহার ও নিয়োগে কোটা বিতর্ক––পাল্টাপাল্টি আন্দোলনের নেপথ্যে

আবরার ফাইয়াজ বলেন, ‘আমি নিজেই কয়েকটা মিডিয়াতে পুরো ঘটনা নিয়ে বলেছি, কিন্তু সেগুলা একটাও আর পাবলিশ হয়নি। পাবলিশ করেছে সব কেটে, আমি আবরার ফাহাদের ভাই এটা যখন বলেছি তখন। তার আগে যে জবাব চেয়েছি, কেন গলা ধরেছেন আপনি আগে তা গায়েব।’

এ চিত্র নতুন লাগার কথা না উল্লেখ করে আবরার ফাইয়াজ বলেন, ‘আমরা সবাই একই চিত্র দেখেছি জুলাইতে। দেশের অনেকেই বুয়েটকে পছন্দ করে না এরোগেন্সির জন্য, অ্যান্ড দুর্ভাগ্যজনক হলেও এ থেকে বের হওয়া সম্ভব না। কিন্তু কালকে থেকে যা দেখতেছি, তারপরে আমি আসলেই সন্দেহ করতেছি দেশ কোনো ভয়াবহ শক্তি শ্যাডো থেকে চালাইতেছে নাকি আমাদের উপদেষ্টারা চালাচ্ছেন।’


সর্বশেষ সংবাদ