বিশ্ববিদ্যালয়ে যানবাহন ব্যবস্থাপনায় মাভাবিপ্রবির পাঁচ বন্ধুর স্বয়ংক্রিয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে পৃথিবী। মানুষের জীবনযাত্রার প্রায় প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রভাব স্পষ্ট। সে ধারাবাহিকতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পাঁচজন শিক্ষার্থীর একটি দল ‘CodePhilic’ তৈরি করেছে স্বয়ংক্রিয় যানবাহন ট্র্যাকিং সম্বলিত ‘MBSTU WHEELS’ নামের একটি মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত করেছে নতুন মাত্রা।
এ অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহজেই তাদের নির্ধারিত যানবাহনের বর্তমান অবস্থান, সময়সূচি, নির্দিষ্ট যানবাহন থেকে দূরত্ব, নিকটবর্তী স্টপেজসহ অন্যান্য পরিবহন-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। উদ্যোগটি সম্পর্কে ‘CodePhilic’ টিমের সদস্যরা জানান, টাঙ্গাইল শহরের যানজটের কারণে বিশ্ববিদ্যালয় বাস প্রায়ই গন্তব্যে পৌঁছাতে বিলম্ব করে, ফলে অনেক শিক্ষার্থী বাস মিস করেন এবং সময় নষ্ট হয়। আবার বিভিন্ন কারণে বাস চলাচল সীমিত বা বন্ধ হলে শিক্ষার্থীরা সময়মতো তা জানতে পারেন না, যা বাড়ায় ভোগান্তি।
তাই এই সমস্যার সমাধান ভাবনা থেকেই সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষার্থীদের পাঁচ শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান, ধ্রুব পাল, ইফতেখার আলম শুভ ও প্রিন্স মাহমুদ রিফাত এ প্ল্যাটফর্মটি তৈরি করেন। বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলকভাবে (বিটা ভার্সন) বিশ্ববিদ্যালয়ের কিছু বাসে চালু করা হয়েছে এবং শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের প্রাথমিক অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে উন্মোচন করা হবে বলে জানান নির্মাতারা।
অ্যাপটি চালুর পর থেকেই ব্যবহারকারীরা এর কার্যক্ষমতা, সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস ও সময়োপযোগী বৈশিষ্ট্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। নির্মাতারা বলেন, শুরু থেকেই তারা আশাবাদী ছিলেন এবং প্রশাসনের সহযোগিতায় সফলভাবে কাজ সম্পন্ন করতে পেরেছেন। পূর্বেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ট্র্যাকিং সিস্টেম চালু হলেও তা স্থায়ী হয়নি; তাই দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে তারা একটি টেকসই, নিখুঁত ও কার্যকর সিস্টেম তৈরি করেছেন যা দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে বলে আশা করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা জানান, পরবর্তী সংস্করণে আরও উন্নত ও ব্যবহারবান্ধব ফিচার যুক্ত করার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় (অটোমেটেড) সিস্টেমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বাস কোম্পানির পরিবহন ব্যবস্থাও এ সিস্টেমের আওতায় আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তারা। এ প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে সময়, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলেও ধারনা তাদের।
এ প্রসঙ্গে সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘MBSTU WHEELS বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অ্যাপ। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য পরিবহনের অবস্থান জানার জন্য এটি ব্যবহার করা যাবে। সিএসই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর নিজস্ব প্রচেষ্টায় অ্যাপটি সফলভাবে তৈরি হয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে চাই রাকিবুল ইসলামকে সে এবং তার টিম প্রথমে অ্যাপটির একটি ডেমো তৈরি করে আমার কাছে আসে। ডেমো দেখার পর আমি তাদের কাজ চালিয়ে যেতে এবং আরও কিছু ফিচার যোগ করতে পরামর্শ দিই। সম্পূর্ণ করার পর তারা জানতে চায়, অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন যুক্ত করা সম্ভব কি না। আমি এ বিষয়ে পরিবহন পরিচালকের সঙ্গে কথা বলি এবং তাদের টিমের সঙ্গে যুক্ত হই। বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে আরও নতুন ফিচার যুক্ত করার কাজ করছে।’
একই বিভাগের আরেক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, ‘আমার বিভাগের বিভাগের পাঁচজন উদ্যমী শিক্ষার্থী একটি অত্যাধুনিক ভেহিকল ট্র্যাকিং সফটওয়্যার তৈরি করেছেন, যার নাম ‘MBSTU-Wheels’। ডিজিটাল সেবা সবার জন্য সহজ করার লক্ষ্যে স্মার্ট পরিবহন ব্যবস্থার অন্যতম চাহিদা হলো ভেহিকল মনিটরিং ও নিরাপদ চলাচল নিশ্চিত করা। এই চাহিদাকে সামনে রেখে শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি তৈরি করেন, যা জিপিএস প্রযুক্তি, লাইভ লোকেশন ট্র্যাকিং, রুট হিস্টোরি সংরক্ষণ এবং নিরাপত্তা অ্যালার্ট সিস্টেমের মতো অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ।’
তিনি আরও বলেন, ‘প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের যানবাহনের চলাচল নিরীক্ষণ এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী বহনকারী বাস বা অন্যান্য পরিবহনের রিয়েল-টাইম অবস্থান জানার সুবিধা দেওয়া। সফটওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি ওয়েব অ্যাপ ও মোবাইল অ্যাপ উভয় মাধ্যমে সমানভাবে কাজ করে। ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ ও গ্রাহকবান্ধব রাখতে রাখা হয়েছে একটি ইন্টার্যাকটিভ ইউজার ইন্টারফেস। শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে আমরা সবসময় উৎসাহিত করি। ‘MBSTU-Wheels’ সেই চেষ্টারই একটি সার্থক দৃষ্টান্ত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরণের উদ্ভাবনী প্রকল্পকে আরও উৎসাহ প্রদান করা হবে বলে আমি আশা করছি।’