রাতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি নিয়ে বৈঠকে বসছে কমিটি

গুচ্ছ ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের পঞ্চম পর্যায়ের মধ্য দিয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার শেষ ধাপ সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ জুলাই) এ ধাপের মাধ্যমে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়।

এখন অপেক্ষা চূড়ান্ত ভর্তির। এ নিয়ে আজ সোমবার (২৮ জুলাই) রাতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে। সেখানে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত ও ক্লাস শুরু-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সোমবার দুপুরে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর সময়সূচি ও অন্যান্য বিষয় জানিয়ে দ্রুতই বিস্তারিত ঘোষণা আসবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশ অনুসরণ করতে হবে।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ