মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থানের ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

ম্যারাথন প্রতিযোগিতা
ম্যারাথন প্রতিযোগিতা  © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

২০২৪ সালের ১৭ জুলাই তৎকালীন প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিলে, ৩ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে। যা মাভাবিপ্রবির ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর মধ্যে স্মরণীয় হয়ে আছে। ঐতিহাসিক সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে এ বছর একই দিনে সকালে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

দুপুর ২টায় তৃতীয় অ্যাকাডেমিক ভবনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩টায় বিতর্ক প্রতিযোগিতা, ৪টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ৫ আগস্টও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ১০ মিনিটে বিজয় র‍্যালি, দুপুর ১টা ৩০ মিনিটে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ৫টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টা ৩০ মিনিটে হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন।

পালিত কর্মসূচিগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence