কুয়েটে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে অভিভাবকদের মানববন্ধন

২০ জুলাই ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:০৫ PM
কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অভিভাবকদের মানববন্ধন করেন

কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অভিভাবকদের মানববন্ধন করেন © টিডিসি

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবার ক্লাস ও পরীক্ষা শুরুর দাবিতে শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে অভিভাবকরা বিভিন্ন বিভাগের শিক্ষকদের কাছে গিয়ে ক্লাস-পরীক্ষা শুরুর অনুরোধ জানান।

২০ জুলাই (রবিবার) বেলা সাড়ে ১১টায় কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অভিভাবকরা বক্তব্য দেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা সন্তানদের পক্ষ থেকে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারা বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস কুয়েট বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়েছে। আপনারা শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবক। আপনাদেরও ছেলেমেয়ে আছে। আপনারা জানেন, একটা ছেলেকে এ পর্যন্ত আনতে বাবা-মায়ের কত পরিশ্রম করতে হয়। একটা ধারালো অস্ত্র দীর্ঘদিন পড়ে থাকলে, সেটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আপনারা এসব শিক্ষার্থীকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করেন। অনেক আশা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলাম। আমাদের আশাহত করবেন না।’

অভিভাবকরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহাম্মাদ ঈলিয়াস ঈনামের সঙ্গে মতবিনিময় করলে তিনি বলেন, ‘শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের ক্ষতি চায় না। আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য। আমরা তাদের ক্ষতিতে ব্যথিত।শিক্ষার্থীদের থেকেও আপনারা এ সত্য জানতে পারবেন শিক্ষকরা কতটা আন্তরিক। আপনারা যদি মনে করেন শিক্ষকরা শিক্ষার্থীদের ক্ষতি চায়, এটা আমাদের জন্য অনেক কষ্টের।’

অভিভাবকবৃন্দ প্রশ্ন করেন তাহলে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে আছে কেন? উত্তরে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবকিছু ভাইস চ্যান্সেলর-নির্ভরশীল। বিশ্ববিদ্যালয়ের এ পরিস্থিতিতে এত বড় দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আমাদের সবকিছু প্রস্তুত, আমরা ক্লাসে ফিরতে আগ্রহী। ভাইস চ্যান্সেলর আসলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা সব বিশ্ববিদ্যালয়ের আগে অ্যাডমিশন টেস্ট সম্পন্ন করেছি। আমরা সবার আগে ক্লাস শুরু করতেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। কিন্তু ভাগ্যক্রমে আমরা সবার থেকে পিছিয়ে পড়ছি। দেশব্যাপী আমাদের সুনাম নষ্ট হচ্ছে। সবকিছু আমাদের হাতে নেই।’

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শেষ ২৫ জানুয়ারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের ও ইসলামী আন্দোলনের প্রার…
  • ০৯ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং এলাকায় যান চলাচল এড়ানোর অনু…
  • ০৯ জানুয়ারি ২০২৬
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৪
  • ০৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে সীমান্তে গুলি বর্ষণ, এক জেলে গুলিবিদ্ধ
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9