পবিপ্রবির বঙ্গবন্ধু হলসহ সাত হলের নাম পরিবর্তন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাতটি আবাসিক হলের নামকরণে আনা হয়েছে পরিবর্তন। এর মধ্যে কিছু হলে পুরনো নাম ফিরিয়ে আনা হয়েছে, আবার কিছু হলে নতুনভাবে নামকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ৫৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন হয়। বিষয়টি জানিয়ে গত মঙ্গলবার (১ জুলাই) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে গঠিত সুপারিশ কমিটির ভিত্তিতে এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এই প্রশাসনিক আদেশ কার্যকর করা হয়েছে।

নতুন নামকরণ অনুযায়ী মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হয়েছে বিজয়-২৪। এছাড়া শের-ই বাংলা হল-১ এবং শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী নাম শহীদ জিয়াউর রহমান হল-১ ও শহীদ জিয়াউর রহমান হল-২ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

নারী শিক্ষার্থীদের আবাসিক হলেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মূল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে হয়েছে রাবেয়া বসরী হল এবং বরিশাল ক্যাম্পাসের একই নামে থাকা হলের নতুন নাম হয়েছে সুলতানা রাজিয়া হল।

আরও পড়ুন: যশোর মেডিকেল কলেজে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা

এছাড়া নির্মাণাধীন নতুন দুটি হলের নাম রাখা হয়েছে যথাক্রমে শের-ই বাংলা হল (ছাত্রদের জন্য) এবং চাঁদ সুলতানা হল (ছাত্রীদের জন্য)।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং ১২ ডিসেম্বর মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেন কিছু শিক্ষার্থী। ওই সময় থেকেই আবাসিক হলগুলোর ‘নামকরণে রাজনৈতিক প্রভাব’ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এরই ধারাবাহিকতায়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙার সময় কিছু আবাসিক শিক্ষার্থী বাধা দেন ও তোপের মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা এবং কমিটি গঠনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কর্তৃপক্ষ।

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence