শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য তিনটি দ্বিতল বাস ভাড়ার অনুমোদন ইউজিসির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নিরসনে আশার আলো জ্বলেছে। ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল সহজ করতে ৭৫ আসনবিশিষ্ট তিনটি দ্বিতল বাস ভাড়ায় নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১ জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাস ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং রুলস ২০০৮ (পিপিএ) অনুসরণ করতে হবে। বাস ভাড়ার চুক্তি সম্পন্ন হওয়ার পর তা দ্রুত ইউজিসিতে জমা দিতে হবে এবং সরকার নির্ধারিত হারে আয়কর ও প্রযোজ্য কর কেটে ভাড়া পরিশোধ করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন নিজস্ব বাস ক্রয় করবে, তখন ভাড়ায় নেওয়া বাসগুলোর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

আরও পড়ুন: জুলাইয়ের প্রথম দিনেও মিছিলের সামনে ছিলেন আবু সাঈদ

এ বিষয়ে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন বলেন, ‘ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত পরিবহন না থাকায় তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। অনেকেই জায়গা না পেয়ে সাধারণ পাবলিক পরিবহনে যাতায়াত করে, যা নিরাপত্তা ও খরচ—উভয়ের দিক থেকেই ঝুঁকিপূর্ণ। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বাস ক্রয়ের উদ্যোগ নিই। তবে নতুন বাস না আসা পর্যন্ত ভাড়ায় বাস চালু রাখার লক্ষ্যে ইউজিসি অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি, দ্রুতই স্থায়ী বাস কেনার জন্যও অর্থ বরাদ্দ পাওয়া যাবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence