সড়ক দুর্ঘটনায় আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে হাবিপ্রবি উপাচার্য

০৬ মে ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে হাবিপ্রবি উপাচার্য

আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে হাবিপ্রবি উপাচার্য © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আহত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. হামজালা সরকারকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্লাহ। মঙ্গলবার (৬ মে) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে হামজালার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হামজালার দ্রুত সুস্থতা কামনা করেন।
 
উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম।

হাসপাতালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস. কে. সাদেক আলী, হাসপাতালের পরিচালক, আইসিইউ, অর্থোপেডিক এবং নিউরো বিভাগের প্রধানসহ অন্যান্য চিকিৎসকরা শিক্ষার্থীর চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিস্তারিত অবহিত করেন। উপাচার্য চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুরোধ জানান।

এ সময় উপাচার্য ও ট্রেজারার আহত শিক্ষার্থীর চাচা ও ভাইয়ের সঙ্গে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাধ্যমতো আর্থিক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, হাবিপ্রবির ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. হামজালা সরকার গত ৫ মে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬