অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুয়েটের হলে ওঠার ঘোষণা শিক্ষার্থীদের

০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২০ PM
কুয়েট

কুয়েট © ফাইল ফটো

গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলার পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। যা এখনও অব্যাহত রয়েছে। এরমধ্যে রমজান এবং ঈদের ছুটি মিলিয়ে ৫০ দিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। 

এদিকে, ঈদের ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র দাপ্তরিক কার্যক্রম শুরুর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই বিজ্ঞপ্তি প্রতিক্রিয়ায় কুয়েট ১৯ ব্যাচ এর অফিসিয়াল পেজে ‘কুয়েট ১৯’ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই বিজ্ঞপ্তিকে প্রহসনমূলক আখ্যা দিয়ে তা পরিহার করে আগামী ১৩ এপ্রিল হলে ফেরার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফেসবুকের ওই পেজ থেকে ঘোষণা দেওয়া হয় কুয়েটের হল কমিটি, সকল ডিপার্টমেন্টের ভিপি ও সিআরদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ এপ্রিল নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশায় আমরা আমাদের কুয়েট ক্যাম্পাসে প্রত্যাবর্তন করব এবং সবাই একসাথে হলে উঠবো। ঘোষণায় বিভিন্ন জেলা থেকে আগত সকল শিক্ষার্থীকে নিজ নিজ জেলা অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে সঙ্ঘবদ্ধভাবে ক্যাম্পাসে আসার আহ্বান জানানো হয়।

এদিকে মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশক্রমে রেজিস্টার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত ১৮ ফেব্রুয়ারি সংঘটিত অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ আছে। উদ্ভূত পরিস্থিতিতে তদন্ত সাপেক্ষে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অপূরণীয় ক্ষতির কথা মাথায় রেখে নিরাপত্তা ঠিক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো। আগামী ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে অতিদ্রুত শিক্ষা কার্যক্রম শুরু ও হলসমূহ খোলার ব্যাপারে কর্তৃপক্ষ আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল হল থেকে ইন্টারনেট ও পানির সংযোগ বন্ধ করে জোরপূর্বক তাদের হল থেকে বের করে দেওয়া হয়। হল বন্ধ থাকার কারণে খুলনার বাইরের শিক্ষার্থীরা, যাদের মধ্যে অনেকের টিউশন খুলনাতে এবং অনেকের পরিবারের একমাত্র আয়ের উৎস এই টিউশনি, তারা টিউশন হারাতে বসেছে। কুয়েটের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়ে এতদিনে চাকরির প্রস্তুতি নেওয়ার কথা, অথচ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার কারণে তাদের পরীক্ষা আটকে আছে বলে জানান ওই ব্যাচের শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসন এইসব দিকে ভ্রূক্ষেপ করছে না। 

এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েটে সন্ত্রাসী হামলার দেড় মাস হতে চললো, কিন্তু একজনকেও গ্রেপ্তারের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা সামান্য আয় রোজগারের জন্য ক্যাম্পাসে ফেরত গিয়ে হলে থাকতে চাইলে শিক্ষার্থীদেরকে পুলিশ দিয়ে হলে প্রবেশ করতে বাধা পর্যন্ত দেয়া হয়। সেই সাথে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের ফোনে মেসেজ দিয়ে হুঁশিয়ার করা হয়, যেন তারা সন্তানকে ক্যাম্পাসে না পাঠায়।

এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9