৭৭ আসন ফাঁকা রেখেই ববিতে ক্লাস শুরু ২১ অক্টোবর
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ PM
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসন ফাঁকা আছে ৭৭টি। আগামী ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। ভর্তির টেকনিক্যাল কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্যমতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে ক ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ৩৭ টি, খ ইউনিট তথা মানবিক শাখায় ২০ টি এবং গ ইউনিটে ২০ টি আসন ফাঁকা আছে।
উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলো মোট ১৬ হাজার ৪০৯ জন শিক্ষার্থী।