মাভাবিপ্রবির জনসংযোগ দপ্তরের পরিচালক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া

০৯ অক্টোবর ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া

অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া © ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রিবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়াকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।  

যোগদানের পর ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সবার তথ্য হবে সহজলভ্য।’

আরও পড়ুন: বুয়েটের হলে আবরারকে পিটিয়ে হত্যার পর সিঁড়িতে লাশ ফেলে রাখে ছাত্রলীগ

উল্লেখ্য, ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া ২০১২ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬