'স্বপ্নোত্থান'

প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে ইন্ডোর প্ল্যান্ট

৩০ জুলাই ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
অর্জুন তলায় স্বপ্নোত্থানের অস্থায়ী ক্যাম্প

অর্জুন তলায় স্বপ্নোত্থানের অস্থায়ী ক্যাম্প © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এর ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৩০ ও ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় প্লাস্টিক ও পলিথিন দ্রব্যের বিনিময়ে পাওয়া যাচ্ছে ইন্ডোর প্ল্যান্ট। 

প্লাস্টিকের বোতলের বিনিময়ে সুন্দর ফুলের চারা পেয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শায়লা হোসেন মনিশা বলেন, এত সুন্দর ফুলের চারা খুবই ভালো লাগছে। স্বপ্নোত্থানের এই উদ্যোগটি প্রসংশার দাবিদার এবং সমাজের কাছে সুন্দর একটা ম্যাসেজ পৌঁছে দেয়া হচ্ছে পলিথিন ও প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর।

স্বপ্নোত্থানের সভাপতি আব্দুল্লাহ আল সাইফ বলেন, স্বপ্নোত্থান এবার নিয়ে এসেছে এক ভিন্নধর্মী আয়োজন, প্লাস্টিক ও পলিথিনদ্রব্যের "বিনিময়ে নৈসর্গ"। যেখানে সর্বনিম্ন ৫টি প্লাস্টিকের বোতল কিংবা সর্বনিম্ন ১৫টি পলিথিন প্যাকেটের বিনিময়ে বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট প্রদান করা হবে।

তিনি আরও জানান, ইন্ডোর প্ল্যান্টে থাকছে- মানি প্ল্যান্ট, পাতাবাহার, নয়ন তারা, এডেনিয়াম, স্পাইডার প্লান্টসহ আরও বিভিন্ন ধরনের চারা। তাছাড়া আমরা পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এবং যেসব জিনিস পরিবেশের জন্য ক্ষতিকর তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরছি।

উল্লেখ্য, দীপ শিখা হাতে স্বপ্নের পথে"এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে একদল উদ্যমী তরুণ শিক্ষার্থীর হাত ধরে ২০০৯ সালে যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা সিলেট শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'। পথচলার ১৩ বছর পেরিয়ে আগামী ১লা আগস্ট ১৪ তম বর্ষে পদার্পণ করবে 'স্বপ্নোত্থান'।

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage