সিটি নির্বাচনের ভোট কেন্দ্র শাবিপ্রবি, ভোটারদের উপচেপড়া ভিড়

সিটি নির্বাচনে শাবিপ্রবি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড়
সিটি নির্বাচনে শাবিপ্রবি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড়  © সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এ সময় কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বুধবার (২১ জুন) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৭নং ওয়ার্ডের ভোটাররা।

এর আগে একই দিন ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দেওয়ার পর ভোটাররা জানান, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুন্দরভাবে ভোট দিয়েছি। বুধবার সকাল থেকে ভোকেন্দ্রের আশপাশে অনেক পুলিশ, আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জুনাব আলী নামের এক কর্মচারী বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে কোনো সমস্যা হয়নি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ভালো লাগছে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শাহ মোহাম্মদ দাস্তগির আজম জানান, বুধবার সকালে সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি এবং র‍্যাব সদস্যরা টহল দিচ্ছেন। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন একসঙ্গে কাজ করছে।

আরও পড়ুন: সিলেট ও রাজশাহী সিটিতে ভোট গ্রহণ শুরু

কেন্দ্রটির ইনচার্জ কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী জানান, বুধবার সকাল থেকে কেন্দ্রের পরিবেশ খুব সুন্দর রয়েছে। ভোটাররা ঝামেলা ছাড়াই ভোট দিচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)।

এদিকে, ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।


সর্বশেষ সংবাদ