শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, বেশি আসন ‘এ’ ইউনিটে

১৭ অক্টোবর ২০২২, ০৬:২২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রব) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট ১৬৬৬টি আসন রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ১০৫১টি আসন রয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি প্রক্রিয়া এ, বি ও সি এই ৩টি আলাদা ইউনিটে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিট (বিজ্ঞান গ্রুপ) থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এ, বি এবং সি ইউনিটে; বি ইউনিট (মানবিক গ্রুপ) থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বি এবং সি ইউনিটে এবং সি ইউনিট (বাণিজ্য গ্রুপ) থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বি ও সি ইউনিটে আবেদন করতে পারবে। এ, বি এবং সি ইউনিটে বিভক্ত প্রতি বিভাগে আসন সংখ্যা নিয়ে উল্লেখ করা হলো।

এ ইউনিটভুক্ত বিভাগসমূহ এবং আসন সংখ্যা (বিজ্ঞান):

পদার্থবিজ্ঞান (PHY) ৬৫, রসায়ন (CHE) ৬৫, গণিত (MAT) ৮০, পরিসংখ্যান (STA) ৮০, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ১০০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (CEP) ৫০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) ৫০, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (CEE) ৫০, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) ৫০, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (FET) ৪০টি।

পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (PME) ৩৫, ভূগোল ও পরিবেশ (GEE) ৫০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (MEE) ৩৫, সমুদ্রবিজ্ঞান (OCG) ৩০, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE) ৫০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (GEB) ৩৫, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (BMB) ৩৫, ফরেস্ট্রি এন্ড এভায়রনমেন্টাল সায়েন্স (FES) ৫৫, আর্কিটেকচার (ARC) ৩০টি আসন রয়েছে।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বি ইউনিটভুক্ত বিভাগসমূহ এবং আসন সংখ্যা (বিজ্ঞান + মানবিক + বাণিজ্য)

অর্থনীতি (ECO) ৪০+২০+৬ = ৬৬, সমাজবিজ্ঞান (SOC) ৩০+৩০+৬ = ৬৬, পলিটিক্যাল স্টাডিজ (PSS) ২০+৪০+৬ = ৬৬, লোক প্রশাসন (PAD) ২০+৪০+৬=৬৬, নৃবিজ্ঞান (ANP) ২৫+৩৫+৬=৬৬, সমাজকর্ম (SCW) ২৫+৩৫+৬=৬৬, ইংরেজি (ENG) ২০+২৫+৫ = ৫০, বাংলা (BNG) ৫+৪৯+৬=৬০টি আসন রয়েছে।

সি ইউনিটভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা (বিজ্ঞান + মানবিক + বাণিজ্য)

ব্যবসায় প্রশাসন (BUS) ৩০+১০+৩৫=৭৫টি আসন রয়েছে। মোট আসন সংখ্যা = ৭৫+৫ (কোটা) = ৮০টি আসন।

উপরে উল্লেখিত কোটার আসন বিন্যাস: মুক্তিযোদ্ধার সন্তান (২৮ জন), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত (২৮ জন), প্রতিবন্ধী (১৪ জন), চা শ্রমিক (০৪ জুন), পোষ্য (২০ জন) এবং বিকেএসপি কোটায় (০৬ জন) সর্বমোট ১০০টি আসন সংরক্ষিত রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা গুচ্ছতে আবেদন করা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযোগ পাবে। তবে ‘সংশ্লিষ্ট বিষয়’ সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিষয়ভিত্তিক আবেদনের যোগ্যতা

রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9