জাতীয় দক্ষতামান বেসিক কোর্সের পরীক্ষায় বড় পরিবর্তন আনল কারিগরি বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)  © সংগৃহীত

দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের চূড়ান্ত পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। জুলাই-ডিসেম্বর-২০২৫ সেশন থেকে এ শিক্ষাক্রমের চূড়ান্ত তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা বোর্ড নির্ধারিত কেন্দ্রে এবং বোর্ড কর্তৃক মনোনীত পরীক্ষকের মাধ্যমে গ্রহণ করা হবে।

এর আগে এই কোর্সের চূড়ান্ত পরীক্ষা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানেই নেওয়া হতো, এবং সেখানে একই প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। ফলে পরীক্ষার স্বচ্ছতা, মান বজায় রাখা এবং অভিন্ন মূল্যায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা যেত।

তবে বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পরীক্ষার তত্ত্বীয় অংশ ৬০ নম্বর এবং ব্যবহারিক অংশ ২০০ নম্বরসহ মোট ২৬০ নম্বরের এই চূড়ান্ত পরীক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে, নিরপেক্ষ ও অভিজ্ঞ মনোনীত পরীক্ষকের মাধ্যমে নেওয়া হবে। এটি পরীক্ষার মানোন্নয়ন এবং মূল্যায়নে সঠিকতা নিশ্চিত করবে বলে আশা করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

গত ২৪ জুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো জাতীয় দক্ষতামান বেসিক কোর্সের মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা।

এরই মধ্যে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রম পরিচালনাকারী সকল প্রতিষ্ঠান প্রধানকে এই পরীক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে শিক্ষাবোর্ড।

কারিগরি শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে (টিভিইটি) আন্তর্জাতিক মানের একটি পরিকাঠামো গড়ে তোলার দিকে আরেকটি দৃঢ় পদক্ষেপ নিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

এ ব্যাপারে জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, বোর্ডের এই পদক্ষেপ দক্ষতা-ভিত্তিক শিক্ষার মান বাড়াবে এবং শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের একটি গ্রহণযোগ্য মানদণ্ড তৈরি করবে। পাশাপাশি সারাদেশে অভিন্ন মানে পরীক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে এই নতুন পদ্ধতি।

প্রসঙ্গত, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) একটি প্রাথমিক পর্যায়ের কারিগরি প্রশিক্ষণ কোর্স, যা বাংলাদেশে ন্যাশনাল স্কিলস স্ট্যান্ডার্ড (এনএসএস/এনটিভিকিউএফ) অনুযায়ী পরিচালিত হয়। এটি মূলত ন্যাশনাল ট্রেইনিং অ্যান্ড ভকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের (এনটিভিকিউএফ) আওতায় লেভেল-১ এর একটি কোর্স। এই কোর্স সাধারণত ৩৬০ ঘণ্টা সময়কাল ধরে পরিচালিত হয় এবং এটি একটি ব্যক্তি কোনো নির্দিষ্ট ট্রেড বা পেশাগত ক্ষেত্রে বেসিক দক্ষতা অর্জনের সুযোগ দেয়।


সর্বশেষ সংবাদ