এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের ফটকে তালা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:০৮ AM
এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে তারা মূল ফটক পার হয়ে ভেতরে গিয়ে ফটক তালাবদ্ধ করে দেয়।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে। এ সময় শিক্ষাবোর্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। দুই মাস অন্তত পরীক্ষা পেছানোর দাবি জানান তারা। দেশের সবখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষাবোর্ডগুলো তাদের পক্ষে কথা বললে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা পর্যন্ত শিগগিরই বিষয়টি নিয়ে কথা বলবে। দুপুর ২টা ২০ মিনিটে তারা শিক্ষাবোর্ড ছেড়ে যায়।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি পিছিয়ে জুনে হচ্ছে। সেই জায়গা থেকে তারা দুই মাসের বেশি সময় পেয়েছে। তারা করোনার কথা বলছে। তারা যে দাবি জানিয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের জানানো হবে।