ফোনের ক্যামেরায় ধরা পড়বে কোভিড

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৮ PM
স্মার্টফোন

স্মার্টফোন © সংগৃহীত ছবি

স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে কোভিড পরীক্ষার নতুন উপায় উদ্ভাবনের দাবি করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান্টা বারবারার একদল গবেষক। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা থেকে ইঙ্গিত মিলছে, পিসিআর টেস্টের মতোই কার্যকর এই পদ্ধতিটি। গবেষকরা এই পদ্ধতিটির নাম দিয়েছেন স্মার্টল্যাম্প।

নতুন এই পদ্ধতিতে সাধারণত ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় কিন্তু সহজলভ্য ও সাশ্রয়ী কিছু যন্ত্রপাতি এবং নিজের স্মার্টফোন ব্যবহার করে কোভিড নির্ণয় করা যাবে।

আরও পড়ুন: করোনায় মৃতদের ৮০ শতাংশই টিকা নেননি

জেএএমএ নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই পদ্ধতিতে টেস্টের খরচ পড়ে ৭ ডলার করে, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অথবা জনবসতি থেকে দূরে একা থাকেন বলে পিসিআর টেস্ট নিতে ভোগান্িত হচ্ছে, এমন ব্যক্তিদের কাজে আসবে কোভিড পরীক্ষার নতুন পদ্ধতিটি।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এ পদ্ধতিতে কোভিড পরীক্ষা বেশ সহজ। এ জন্য প্রথমে গবেষকদের নির্মিত স্মার্টফোন অ্যাপ ‘ব্যাকটিকাউন্ট’ ডাউনলোড করতে হবে। এরপর নিজের ফোনটি রাখতে হবে একটি ‘হট প্লেট’-এর উপর। আর ফোনের পেছনের ক্যামেরা থাকবে নিচের দিকে। এরপর ‘হট প্লেট’-এর উপর রাখা টেস্ট কিটে মুখের লালা দিতে হবে। অতঃপর তাতে একটি ‘রিঅ্যাকটিভ সলিউশন’ প্রয়োগ করলেই ফোনের ক্যামেরায় ভাইরাল আরএনএ দৃশ্যমান হয়ে উঠবে, চালু করে দিতে হবে অ্যাপটি।

আরও পড়ুন: আসন খালি থাকলে ভর্তি হতে পারবেন নিপুন

এই পর্যায়ে ভাইরাসের সঙ্গে মিশে যাবে ওই ‘রিঅ্যাকটিভ সলিউশন’, রঙ পাল্টে উজ্জ্বল লাল ধারণ করবে। আর এই রঙের পরিবর্তন কতো দ্রুত ঘটছে তার ভিত্তিতে অ্যাপটি ভাইরাসের উপস্হিতি পরিমাপ করবে।

সিনেট বলছে, বেশ সস্তা এই টেস্ট কিট, এর ব্যবহারও সহজ। এটি কম ও মধ্যম আয়ের দেশে কম খরচে এবং জটিল ও ব্যয়বহুল প্রযুক্তি সক্ষমতার অনুপস্হিতিতে কোভিড নির্ণয়ের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দেখছেন গবেষকরা।

তবে, প্রাথমিক গবেষণায় ইতিবাচক ফলাফল মিললেও বহুল ব্যবহারের জন্য এখনো প্রস্ত্তত নয় এই প্রযুক্তি। প্রাথমিক গবেষণায় অংশ নিয়েছিলেন কেবল ৫০ জন্য ব্যক্তি, আর স্মার্টফোনটি অ্যাপটি আপাতত কেবল স্যামসাং গ্যালাক্সি এস৯ স্মার্টফোনের ক্যামেরার সঙ্গেই সমন্বয় করা হয়েছে। গ্রহণযোগ্যতা পেতে আরো জটিল বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিতে যেতে হবে এই প্রক্রিয়াটিকে।

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ‘টিম গ্রিন ডাই’ বিজয়ী
  • ১৮ জানুয়ারি ২০২৬
বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৩২ আসনে যাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রেসের ধীরগতি, মাধ্যমিকে কোনো শিক্ষার্থীই শতভাগ নতুন বই পা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে স্বচ্ছতা ও দায়বদ্ধতায় অটল সিলেট টাইটান্স 
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9