শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধায় বিশেষ ফিচার আনছে জুম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩ AM
করোনাভাইরাস মহামারির মধ্যে জনপ্রিয়তা বেড়েছে ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুমের। অনলাইনে পাঠদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এর ওপর আস্থা রাখছেন। সেই বিষয়টি মাথায় রেখে ক্লাসরুম ম্যানেজমেন্ট আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে জুম।
প্লাটফর্মটিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন একাধিক নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গেজেটস নাও জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই নতুন ফিচারগুলো পাবেন জুম ব্যবহারকারীরা।
বিশ্বের সব দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা ফিচারগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। নতুন ফিচারের মধ্যে থাকতে পারে– গ্যালারি ভিউ কাস্টমাইজ সুবিধা, মাল্টি পিনিং ও আনমিউট উইথ কনসেন্ট সুবিধা।
নতুন ফিচার কার্যকর হলে ক্লাস ম্যানেজমেন্টের জন্য ‘ভার্চুয়াল ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট’ নিজেরাই তৈরি করতে পারবেন শিক্ষার্থীরা। গ্যালারি ভিউ কাস্টমাইজ ফিচারে ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ’ ফিজারের মাধ্যমে অংশগ্রহণকারীদেরকে প্রয়োজনীয় সিরিয়াল অনুযায়ী বসানো যাবে।
এ সময় গ্যালারি লক হয়ে যাবে। ফলে নতুন কেউ প্রবেশ করলে কিংবা কথা বললেও পরিবর্তন আসবে না। মাল্টি-পিনিং ফিচারের সাহায্যে ব্যবহারকারী নিজের পছন্দমতো নয় জন অংশগ্রহণকারীকে পিন করে রাখতে পারবেন।
শ্রবন প্রতিবন্ধী বা কানে কম শোনা ব্যক্তিদের জন্য ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্য ফিচারগুলোর মাধ্যমেও দারুণ সব সুবিধা পাবেন বলে জানিয়েছে জুম।