আরো ১১ টিভি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায়

  © সংগৃহীত

এ পর্যন্ত ৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে পূর্ণভাবে সম্প্রচারে আছে ৩০টি টিভি। সম্প্রচারের অপেক্ষায় আছে আরো ১১টি এবং ৩টি এখনো ফ্রিকোয়েন্সি পায়নি।

অপেক্ষমান তালিকায় থাকা টিভি চ্যানেলগুলো হলো- আবদুল্লাহ আল মামুনের চ্যানেল-২১, নুর মোহাম্মদের উৎসব, মোহাম্মদ সাইফুল আলমের রংধনু, ধানাদ ইসলাম দীপ্তর তিতাস, তানভির আবিরের খেলা টিভি, জিনাত চৌধুরীর আমার টিভি, মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, মুহম্মদ শফিকুর রহমানের সিটিজেন টিভি, তানজিয়া সিরাজের প্রাইম টিভি, শীলা ইসলামের স্পাইস টিভি ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের টিভি টুডে।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে দেয়া সাংসদ আহসানুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

প্রশ্নোত্তরের আগে বিকেল সোয়া চারটার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সংসদে মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার হচ্ছে। এ ছাড়া আইপিটিভির মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশেই বিটিভি দেখার সুযোগ রয়েছে।

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রচার আইন-২০১৮ (খসড়া) মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ আইনের আওতায় সম্প্রচার কমিশন গঠন করা হলে সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমের সম্প্রচার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence