ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

২৯ জুন ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ওপেনএআই

ওপেনএআই © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনুমতি ছাড়াই মানুষের ব্যক্তিগত ডেটা চুরি এবং ব্যবহার করে চ্যাটজিপিটিসহ নিজেদের অন্যান্য এআই টুলগুলোকে প্রশিক্ষণের অভিযোগে গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়াভিত্তিক আইন সংস্থা ‘ক্লার্কসন’ এই মামলাটি দায়ের করে। মামলায় বলা হয়েছে, ওপেনএআই মানুষের সম্মতি ছাড়াই ইন্টারনেট থেকে বিপুল পরিমাণ ব্যক্তিগত ডেটা নিয়েছে।

এই ডেটার মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ পোস্ট এবং উইকিপিডিয়া নিবন্ধের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ওপেনএআই এই ডেটা ব্যবহার করে নিজেদের এআই টুলগুলোকে প্রশিক্ষণ দিয়েছে।

মামলায় আরও দাবি করা হয়েছে, এই ডেটার ব্যবহার বেআইনি এবং ওপেনএআই মানুষের গোপনীয়তা ক্ষুণ্ণ করেছে। বাদীপক্ষ ওপেনএআইয়েরর কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি এভাবে ডেটা নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা চেয়েছে। মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এর সমাধান কীভাবে করা হবে তা এখনও স্পষ্ট নয়।

ক্লার্কসনের একজন আইনজীবী টিমোথি কে. জিওরড্যানো গত বুধবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ওপেনএআইয়ের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং এর অপব্যবহার ডেটা সুরক্ষা এবং গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। প্রতিষ্ঠানটির এই ডেটা ব্যবহার ব্যক্তি এবং সমাজের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিদেশি স্কোয়াশ চাষে কৃষক সেলিমের সাফল্য
  • ২৫ জানুয়ারি ২০২৬