এক মাসে মোবাইল গ্রাহক কমেছে ২১ লাখ

২৫ নভেম্বর ২০২২, ০৯:৩৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
মোবাইল গ্রাহক

মোবাইল গ্রাহক © প্রতীকী ছবি

তিন মাস ধরে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কমছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে মোট গ্রাহক সংখ্যা ছিল ১৮ কোটি ১৪ লাখ তিন হাজার। আগস্টে তা ছিল ১৮ কোটি ৩৫ লাখ তিন হাজার। অর্থাৎ এক মাসে কমেছে ২১ লাখ।

সেপ্টেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ১৯ লাখ পাঁচ হাজার। রবির পাঁচ কোটি ৪৩ লাখ ছয় হাজার, বাংলালিংকের তিন কোটি ৮৩ লাখ চার হাজার ও টেলিটকের ৬৭ লাখ আট হাজার গ্রাহক ছিল।

আগস্টে গ্রামীণফোনের গ্রাহক ছিল আট কোটি ৩১ লাখ পাঁচ হাজার। রবির পাঁচ কোটি ৪৯ লাখ পাঁচ হাজার, বাংলালিংকের তিন কোটি ৮৭ লাখ ছয় হাজার ও টেলিটকের ৬৭ লাখ দুই হাজার গ্রাহক ছিল।

বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, টেলিটক ছাড়া বাকি সব অপারেটরের গ্রাহক সংখ্যা কমেছে।  

বিটিআরসির প্রতিবেদনে আরও দেখা যায়, বিগত মাসগুলোতে গ্রাহক সংখ্যা বাড়তে থাকলেও জুনের পর কমতে থাকে। জুনে সর্বোচ্চ মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৪৪ লাখ পাঁচ হাজার। বিটিআরসির তথ্যে এটিই ছিল দেশে সর্বোচ্চ গ্রাহক সংখ্যা।

মোবাইল ও ইন্টারনেট গ্রাহক কমে যাওয়া প্রসঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষ বলেছে, গ্রাহকের চাহিদার বিপরীতে গ্রামীণফোনের সিম না পাওয়ার কারণে টেলিকম খাতে এ পরিস্থিতি দেখা দিয়েছে। গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে তারা আশা প্রকাশ করে।

এদিকে দুই মাস ধরে মোবাইল ইন্টারনেট গ্রাহকও কমছে। জুলাই মাসে গ্রাহক ছিলেন ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজার (১১৬.১৪ মিলিয়ন), যা আগস্টে কমে হয় ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজার (১১৬.১২ মিলিয়ন)। সেখানে সেপ্টেম্বর মাসে তা আরও কমে হয় ১১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার (১১৪.৭৪ মিলিয়ন)।

দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, বাংলাদেশ ১৮ কোটি মোবাইল-সংযোগের বাজার হলেও সচল সংযোগ বা প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি। বাজার বিশ্লেষণ অনুযায়ী, বিভিন্ন কারণে প্রতি মাসে অপারেটর ভেদে ১৫ থেকে ২০ শতাংশ গ্রাহক এক অপারেটর থেকে অন্য অপারেটরে চলে যান অথবা ফেরত আসেন।

২৭ জানুয়ারি সাতক্ষীরা আসছেন জামায়াতের আমির, ব্যাপক লোক সমাগ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম সিন্ডিকেট সভা অন…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জামসহ একজন গ্রেপ্ত…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা ওয়ান্ডারফুল : ইউজিসি চেয়…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬