কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১১ PM
২৬তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়

২৬তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ২৬তম সিন্ডিকেট সভা সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিইউবির উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জাহিরুল হক।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য আলিফ রুদাবা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত সিন্ডিকেট সদস্য মেজর জেনারেল (অব.) আবুল কালাম মো. হুমায়ুন কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিইউবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. তানভীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরনা, বিভাগীয় প্রধানরা, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।

সভায় সিন্ডিকেট সদস্যরা একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। এর মধ্যে ছিল ২৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন, ২৫তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫ সালের ভর্তি কার্যক্রমের অগ্রগতি এবং একাডেমিক ও নন-একাডেমিক জনবল নিয়োগের অনুমোদন।

সভায় বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার বাস্তবায়নে কোনো ধরনের আপস না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোরালোভাবে পরামর্শ দেন। তিনি আরও আশ্বস্ত করেন যে, নিকট ভবিষ্যতে সকল একাডেমিক বিভাগে খ্যাতনামা ও স্বনামধন্য অধ্যাপক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা আরও সুদৃঢ় করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস আলিফ রুদাবা শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ইউজিসির বিধিমালা এবং সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মনীতি পরিপালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

গঠনমূলক আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং একাডেমিক মানোন্নয়ন, নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান অনুসরণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

তিন জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভার সময়সূচি প্রকাশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে’
  • ২৫ জানুয়ারি ২০২৬
চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে
  • ২৫ জানুয়ারি ২০২৬
পাথর ভেবে বছরের পর বছর বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়, অতপর...
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান
  • ২৫ জানুয়ারি ২০২৬