ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নির্বাচন চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০০ PM
বাংলাদেশ ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমা) এর নির্বাচন চলছে। ২০২৬-২৭ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালন পর্ষদ গঠনের লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে সম্মিলিত ঐক্য জোট ও সম্মিলিত প্রতিবাদী পরিষদ নামে দুই প্যানেল থেকে মোট ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ১৩ জন।
সম্মিলিত প্রতিবাদী পরিষদের সভাপতি পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে আমাদের ব্যবসায়িক সদস্যরা ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ভোটে কোন অনিয়ম পাইনি। আশা করছি সুষ্ঠু ভোট হলে আমাদের প্যানেলের সবার জয় নিশ্চিত হবে।