নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইসি

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন  © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।

ইসি সূত্র জানায়, নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, ডিএমপি কমিশনার এবং এনটিএমসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: অপারেশনের পরও মস্তিষ্কে স্প্লিন্টারের অংশ, সিটি স্ক্যান শেষে যা বলছেন চিকিৎসক

এর আগে গত শনিবার নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সদস্য, সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং মাঠপর্যায়ের সব অফিস ও কর্মকর্তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশের আইজিপি ও পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠায়।

সম্প্রতি রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে। এ ছাড়া লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষাপটে নির্বাচন নিরাপত্তা জোরদারে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence