কেন বাংলাদেশে বাড়ছে স্বর্ণের দাম?
- মো. ইমতিয়াজ কবির প্রত্যয়
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪১ PM
বিশ্ববাজারে রেকর্ড ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের স্বর্ণ বাজারেও। ২০২৫ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ফলে বিয়ে, গয়না তৈরি বা সঞ্চয়ের জন্য স্বর্ণ কেনা সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
এদিকে, বিশ্ববাজারেও স্বর্ণের দাম ছুঁয়েছে আকাশছোঁয়া। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ১১৯.৪৯ ডলার (যা ভরিপ্রতি প্রায় ১ লাখ ৮৮ হাজার ৪২৯ টাকা, ১ ডলার = ১২২ টাকা হিসেবে)।
স্বর্ণের দামে এ অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ—
১. মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা: বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ছে। ফলে অর্থের মূল্য কমে যাওয়ায় মানুষ নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ করছে।
২. বড় ক্রেতাদের চাহিদা: চীন ও ভারতসহ বেশ কিছু দেশ রিজার্ভে স্বর্ণের পরিমাণ বাড়াচ্ছে, ডলারের ওপর নির্ভরতা কমাতে। এতে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ও দাম দুটোই বেড়েছে।
৩. ভূরাজনৈতিক অস্থিরতা: যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও অন্যান্য বৈশ্বিক অস্থিরতায় ডলারের মান দুর্বল হচ্ছে, ফলে আরও বেশি বিনিয়োগকারী স্বর্ণের দিকে ঝুঁকছেন। বাংলাদেশ স্বর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারেও তার প্রভাব পড়ে।
বৈশ্বিক বাজারে কী ঘটছে?
২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। শুধু চলতি বছরেই বিনিয়োগকারীরা ৬৪ বিলিয়ন ডলার ঢেলেছেন স্বর্ণভিত্তিক তহবিলে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও বছরের প্রথমার্ধে প্রায় ৪১৫ টন স্বর্ণ কিনেছে, যা তাদের স্বর্ণের প্রতি আস্থার প্রমাণ। স্বর্ণের পাশাপাশি রূপার দামও রেকর্ড ছুঁয়েছে—প্রতি আউন্স ৫৩ ডলার (ভরিপ্রতি প্রায় ২,৪২৪ টাকা)।