কমিশনে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন
১২ টি গ্রেড করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার করার প্রস্তাব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫০ PM
সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২ টি করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণসহ বেশকিছু প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন–২০২৫ এর কাছে জমা দিয়েছে ‘সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন’।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সচিবালয়ে বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়। ফেডারেশনের মুখপাত্র আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশ নেয়। তারা কমিশনের কাছে ১:৪ অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে ১২ টি এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকার দাবি করেছেন এবং এর যৌক্তিকতা তুলে ধরেন
আরও পড়ুন: ৩২ হাজার টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাব
বৈঠক শেষে ফেডারেশনের মুখপাত্র আবদুল মালেক সাংবাদিকদের বলেন, ২০২০ সালেই ৯ম পে স্কেল পাওয়ার কথা, তখন নিয়ম অনুযায়ী ৮ হাজার ২৫০ টাকার স্কেল ডাবল হলে ১৬ হাজার ৫০০ টাকা হতো এবং ২০২৫ সালের পে স্কেল পেলে সেটাই ডাবল হলে ৩৩ হাজার টাকা হতো। সেই হিসাবে দুইটা পে স্কেলের সমন্বয় করে ৩৫ হাজার টাকা দাবি করেছি, বর্তমানে জিনিসপত্রের দাম শুধু দ্বিগুণ ন, চারগুণ, ছয়গুণ বেড়েছে। সময়োপযোগী বেতন না বাড়লে দুর্নীতি আরও বহুগুণে বাড়ার আশঙ্কা রয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার বলেন, একজন কর্মচারী সারা মাসে যদি তিনবেলা শুধু ডাল আলুভর্তা ও ভাত খায় তাহলে ১৫০ টাকা, মাসে সাড়ে চার হাজার টাকা এবং একই খাবার যদি ৬ জনে সারা মাস খায় তাহলে শুধু ভাতের খরচ আসে ২৭ হাজার টাকা। এছাড়া বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, দুই সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা, যাতায়াত, চিকিৎসা সহ পরিবারের নিত্য প্রয়োজনীয় সব কিছু মিলে ৬০ হাজার টাকার উপরে খরচ হয়। সে অনুযায়ী বিবেচনা করে কমিশনের বেতন কাঠামোর সুপারিশ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।