ঈদের ছুটির মধ্যে তিনদিন সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:৫৩ PM
ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে তিনদিন সীমিত পরিসরে খোলা থাকবে তফসিলি ব্যাংক। ঈদের আগে ৫ জুন এবং পরে ১১ ও ১২ জুন সীমিত পরিসরে এসব ব্যাংকের সেবা চলবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা মহানগরী, আশুলিয় টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকে শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫ জুন সরকারি ছুটির দিন খোলা থাকবে।
আরও পড়ুন: মেয়র হিসেবে ইশরাকের শপথের প্রস্তুতি নিলেও হয়নি, কারণ জানাল মন্ত্রণালয়
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংখ খোলা থাকবে। লেনদেন করা যাবে সকাল ১০টা হতে অপরাহ্ ২টা পর্যন্ত। ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান/গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনে লক্ষ্যে ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে শাখা খোলা থাকবে। এ দুদিনও ১০টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পান আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।